ডিগ্রি ২য় বর্ষ "বাংলা জাতীয় ভাষা" গুরুত্বপূর্ণ সব প্রশ্নোত্তর । Degree 2nd Year Bangla Jatio Vasa Pdf

নিয়ে নিন ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলি। যেগুলো পরীক্ষায় আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )

বাংলা জাতীয় ভাষা সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) আত্ম বিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কি ফেলেছেন ?

উঃ- মূল্যবান সময়।

২) প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন ?

উঃ- মানসিক যৌবনকে।

৩) ক্ষণপ্রভা শব্দের অর্থ কী ?

উঃ- বিদ্যুৎ বা বিজলি

৪) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ?

উঃ- ১৯১৩ সালে

৫) ঐকতান কবিতা অবলম্বনে কবি কোথায় পৌছাতে পারেন নি?

উঃ- জীবনের সকল স্তরে পৌছাতে পারেন নি।

৬) মধূসূদন দত্ত কতটি ভাষা জানতেন ?

উঃ- ১৩/১৪ টি

৭) বিদিশা কী ?

উঃ- বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী

৮) জীবনন্দ দাশ কোন ধরণের কবি ছিল ?

উঃ- রূপসী বাংলার কবি

৯) শামসুর রহমান কোন ধরনের কবি ছিল ?

উঃ- আধুনিক নগরীর কবি

১০) বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি ?

উঃ- মেঘনাদবধ কাব্য

১১) সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ?

উঃ- বিশ্বাস 

১২) চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো ?

উঃ- হিজল গাছের ডালে

১৩) বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

উঃ-দুঃসময়ের মখোমুখি

১৪) গীতাঞ্জলির ইংরেজি নাম কি ?

উঃ- Song Offerings

১৫) সভ্যতার সংকট প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া ?

উঃ- কালান্তর



১৬) ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন ?

উঃ- চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছে

১৭) প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয় ? 

উঃ- খনা 

১৮) টেকচাদী বাঙ্গালা কি ?

উঃ- বাঙ্গলা ভাষা প্রবন্ধ উল্লেখিত টেকচাঁদী বাঙ্গালা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা।

১৯) আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা ?

উঃ- সনেটধর্মী কবিতা

২০) নিষাদ কি কোনো দিন পক্ষিণীর গোত্র ভূল করে, এটি কোন কবিতার চরণ ?

উঃ- সোনালি কাবিন-৫

২১) কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় ?

উঃ- সংস্কৃতিবান মানুষেরা

২২) চিঠির গুরুত্বপূর্ণ অংশ কোনটি?

উঃ- পত্রগর্ভ

২৩) সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে ?

উঃ- বৈরাগীরা

২৪) হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরুপ?

উঃ- তৈলের

২৫) সোনালী কাবিন-৫ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

উঃ- সোনালি কাবিন

২৬) মাইকেল মধুসূদন দত্ত্বের সনেটের বাংলা নাম কী ?

উঃ- চতুর্দশপদী কবিতা

২৭) মানব জীবনে যৌবন একটি মস্ত ফাড়া – এটা কাদের বিশ্বাস?

উঃ- এদেশের লোকের বিশ্বাস

২৮) অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছে ?

উঃ- রাজা রামমোহন রায়

২৯) কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধগ্রন্থের নাম লিখ?

উঃ- শ্বাশত বঙ্গ

৩০) রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ?



উঃ- রাজদ্রোহীর

৩১) বাংলার জাগরণ প্রবনেধ রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে ?

উঃ- জাগরণের প্রভাব নক্ষত্র বা প্রভাত সূর্য 

৩২) একরাত্রি গল্পের নায়িকার নাম কী ছিল ?

উঃ- সুরবালা

৩৩) একরাত্রি গল্পের নায়ক কে হতে চেয়েছিল ?

উঃ- জজ আদালতের হেডক্লার্ক

৩৪) একরাত্রি গল্পে বর্ণিত স্কুল ঘরটি কোথায় অবস্থিত?

উঃ- নোয়াখালী বিভাগে একটি ছোট শহরে

৩৫) পুইমাচা ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কি ?

উঃ- অন্নপূর্ণা।

৩৬) ক্ষেন্তি কোন রোগে মারা যায় ?

উঃ- বসন্ত

৩৭) সংস্কুতি কথা প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে ?

উঃ- অন্যায় ও নিষ্ঠুরতা

৩৮) আয়না গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন ?

উঃ- আবুল কালাম শামসুদ্দিনকে

৩৯) কলিযুগেও দুনিয়ার ধর্ম আছে -  এটি কার উক্তি ?

উঃ- এমদাদের 

৪০) আমু গ্রামের নাম কি ?

উঃ- নয়নচারা

৪১) পথ জানা নাই ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কি ?

উঃ- মাউতলা 

৪২) আত্মজা ও একটি করবী গাছ গল্পের গল্পকারের নাম কি ?

উঃ- হাসান আজিজুল হক

৪৩) পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিচারে পত্রকে কয়ভাগে ভাগ করা যায় ?

উঃ- ছয় ভাগে

৪৪) ষ-ত্ব বিধান কাকে বলে ?

উঃ- তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারকেই ষ-ত্ব বিধান বলে।

৪৫) সারাংশ লেখার মূল উদ্দেশ্য কি ?

উঃ- বাহুল্য বাদ দিয়ে মূল কথা রক্ষা করােই সারাংশ লেখার প্রকৃত উদ্দেশ্য 



৪৬) আত্ম বিলাপ কবিতাটি কার লেখা ?

উঃ- মাইকেল মধূসূদন দত্ত

৪৭) ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?

উঃ- নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে 

৪৮) আত্ম বিলাপ কবিতায় মধূসূদন দত্ত কিসের ছলনার ভুলেছেন ?

উঃ- আশার ছলানায়

৪৯) কবির দিন দিন কি ফুরিয়ে যায় ?

উঃ- আয়ু ও বল

৫০) ঐকতান শব্দের অর্থ কি ?

উঃ- সম্মিলিত সুর

৫১) কাজী নজরুল ইসলাম এর প্রথম কবিতা কোনটি ?

উঃ- মুক্তি

৫২) চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতি চারণ করেছেন ?

উঃ- প্রিয়ার স্মৃতিচারণ করেছে

৫৩) চৈতি হাওয়া কবি কার খোপায় কি গুঁজে দিতেন ?

উঃ- প্রিয়ার খোপায় চাপা ফুল গুজে দিতেন

৫৪) বার বার ফিরে আসে কবিতায় কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন ?

উঃ- উনসত্তরের গণভ্যুন্থানের ঐতিহাসিক সময়কে



৫৫) চৈতি হাওয়া কবিতায় কবির কেন মালা গাথা হয়নি ?

উঃ- ডোর খুজ পাওয়ার কারণে মালা গাথা হয়নি

৫৬) ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ?

উঃ- সাহ সাগরের মাঝি

৫৭) কাকে সাহিত্য সম্রাট বলা হয় ?

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৮) বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী ?

উঃ- প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী।

৫৯) প্রমথ চৌধুরির ছদ্মনাম কি ?

উঃ- বীরবল

৬০) বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাটছেন ?

উঃ- হাজার বছর

৬১) ফররূখ আহমদের কাহিনি কাব্য কোনটি ?

উঃ- হাতেম তায়ী

৬২) বার বার ফিরে আসে কবিতাটি কোন চেতনা ধারণ করেছে ?

উঃ- দেশপ্রেম

৬৩) বাঙলা ভাষা প্রবন্ধে আলালী ভাষা বলতে কী বুঝিয়েছেন ?

উঃ- লেখ কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন

৬৪) হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কী পদার্থ তা প্রথমে কারা বুঝেছিলেন ?

উঃ- সংস্কৃত কবিরা

৬৫) হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের ভাষ্যানুসারে সর্বশক্তিমান কে ?

উঃ- যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে, সে সর্বশক্তিমান

৬৬) সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে আচারের ভিত্তি কসের উপর প্রতিষ্ঠিত ?

উঃ- ভিত্তি

৬৭) যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে ?

উঃ- ব্যক্তিগত জীবনে

৬৮) বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে ?

উঃ- প্রভাব নক্ষত্র বা সূর্য

৬৯) রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধটি কবি কাজী নজরীল ইসলাম কোথায় বসে রচনা করেছেন ?

উঃ- জেলখানায়

৭০) বাংলার জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

উঃ- শাশ্বত বঙ্গ



৭১) বাংলা জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয় ?

উঃ- রাজা রাম মোহন রায়কে

৭২) সুরবালার স্বামীর নাম কি ?

উঃ- রমলোচন বাবু

৭৩) কি কারণে বাংলা সাহিত্য অত্যন্ত নীরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে ?

উঃ- সংস্কৃতিপ্রিয়তা ও সংস্কৃত অনুকরণের কারণে

৭৪) পুই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি ?

উঃ- ক্ষেন্তি

৭৫) হুজুর কেবলার প্রধান খলিফা কে ?

উঃ- সুফি বদরুদ্দীন

৭৬) খেলাফত শব্দের অর্থ কি ?

উঃ- শাসনভার

৭৭) কলিমন কে ?

উঃ- রজরে স্ত্রী

৭৮) প্রাগৈতিহাসিক গল্পের নায়ক কে ?

উঃ- ভিখু

৭৯) মানিকের লেখা প্রথম গল্প কোনটি ?

উঃ- অতসী মামী

৮০) নয়নচারা গল্পে নয়ন চারা কী ?

উঃ- একটি গ্রামের নাম

৮১) সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্প দুটি কি কি ?

উঃ- নয়নচার ও দুই তীর

৮২) রাস্তাতে গহুরালির কতটুকু জমি চলে যায় ?

উঃ- দুই কুড়া

৮৩) পথ জানা নাই গল্পের মূল উপজীব্য কী ?

উঃ- নগর সভ্যতার নগ্নরূপ

৮৪) প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয় ?

উঃ- ১৯৩৭ সালে

৮৫) আত্মজা শব্দের অর্থ কী ?

উঃ- কন্যা, দুহিতা বা মেয়ে



৮৬) হ্ম বর্ণটি কোন দুটি বর্ণ নিয়ে গঠিত হয়েছে ?

উঃ- হ+ম

৮৭) আই ন যাইয়্যুম- আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লেখ ?

উঃ- আমি যাব না

৮৮) আত্মজা ও একটি করবী গাছ গল্পের গল্পকারের নাম কি ?

উঃ- হাসান আজিজুল হক

৮৯) পথ জানা নাই ছেfটগল্পে বর্ণিত গ্রামের নাম কি ?

উঃ- মাউলতলা

৯০) যৌববনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে ?

উঃ-  সমগ্র সমাজে

৯১) সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছে ?

উঃ- পরনির্ভরতাকে

৯২) পত্র শব্দটির আভিধানিক অর্থ কী ?

উঃ- চিহ্ন বা স্মারক

৯৩) সাধু ও চলিত রীতির মিশ্রণকে কি বলা হয় ?

উঃ- গুরুচন্ডালী দোষ

৯৪) আত্ম বিলাপ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কি ফেলেছেন ?

উঃ- মূল্যবান সময় ফেলেছেন

৯৫) ঐক্যতান কবিতায় কার উপর ভর দিয়ে সংসার চলছে ?

উঃ- নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে

৯৬) বার বার ফিরে আসে কবিতায় কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন ?

উঃ- ঊনসত্তরের গণ অভ্যুন্থান

৯৭) সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণ করে কি ?

উঃ- অন্যায় ও নিষ্ঠুরতা

৯৮) হুযুর কেবলা গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায় ?

উঃ- খেলাফত আন্দোলনে 

৯৯) নয়নচার গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয় ?

উঃ- ময়ূরাক্ষী নদীর সাথে

১০০) আত্মজা ও একটি করবী গাছ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে ?

উঃ- হিম ফুটে আছে রাহাত খানের বাড়ির টিনের চালে আর চাঁদ নারকেল গাছের মাথায় ফুটে আছে।

১০১) উপরোক্ত, অপরাহ্ন, বিশম, গীতাঞ্জলী “শুদ্ধ করে লিখ।

উঃ- উপরিউক্ত, অপরাহ্ণ, বিষম ও গীতাঞ্জলি

১০২) আত্ম বিলাপ কবিতায় মধূসুদন দ্ত্ত কিসের ছলনায় ভুলেছেন ?

উঃ- আশার ছলনায়

১০৩) আঙ্গিক বিচারে সোনালী কাবিন-৫ কোন ধরনের কবিতা ?

উঃ- সনেটধর্মী কবিতা

১০৪) বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হয়- উক্তিটি কার ?

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০৫) সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুগতির জন্য কাদের দায়ী করেছেন ?

উঃ- ইংরেজদের।



খ ও গ-বিভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন

১) মাইকেল মধূসূদন দত্তের “আত্ম-বিলাপ” কবিতায় কবির মর্মবেদনা বর্ণনা কর।

২) রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতার কবিতার মূলভাব লিখ

৩) বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন।

৪) সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে- বিষয়টি বিশ্লেষণ কর।

৫) বার বার ফিরে আসে কবিতার মূলভাব লিখ।

৬) সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি – ব্যাখ্যা কর

৭) সাধু ও চলিত রীতির পার্থক্য – ভাষা পরিবর্তনের চারটি নিয়ম লিখ

৮) খোদা যাকে সেফা না দেন কেউ কী তাকে ভাল করিতে পারে – উক্তিটি ব্যাখ্যা কর

৯) ক্ষেন্তি কে – তার পরিচয় বর্ণনা কর।

১০) বাংলা একাডেমি প্রবর্তিত অ-তৎসম শব্দে বাংলা বানানের নিয়মসমূহ কি কি

১১) সনেট কী – সনেট হিসেবে সোনালী কাবিন-৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর

১২) ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার বিশ্লেষণ কর

১৩) রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের প্রেমের স্বরীপ ও সার্থকতা আলোচনা কর

১৪) শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল – ব্যাখ্যা কর।

১৫) যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর।



১৬) শামসুর রহমানের বারবার আসিব ফিরে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক বিক্ষোভ ও গণআন্দোলনের কবিতার আলোকে বিশ্লেষণ কর।

১৭) বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রাগৈতিহাসিক শীর্ষক ছোটগল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।

১৮) পুইমাচা গল্প অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ কর।

১৯) হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর

২০) মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূলবক্তব্য লিখ

২১) সৈয়দ ওয়ালীওল্লাহ রচিত নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ কর।

২২) ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি ব্যাখ্যা কর।

২৩) বাংলা জাগরণে কারা কী ভুমিকা পালন করেছেন অথবা রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর বাংলার জাগরণ প্রবন্ধের আলোকে।

২৪) ঐকতান কবিতার ভাবার্থ বা মূলভাব লিখ

২৫) বাংলা বানানের ই-কারের চারটি ব্যবহার লিখ

২৬) চৈতি হাওয়া কবিতার বিষয়বস্তু বা মূলভাব আলোচনা কর।

২৭) বনলতা সেন কবিতার মূলভাব আলোচনা কর 

২৮) সোনালী কাবিন-৫ কবিতার মূলভাব লিখ

২৯) বাংলা একাডেমির প্রণি প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখ

৩০) হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখ 



৩১) যৌবনে দাও রাজটিকা প্রবন্ধে দেহের যৌবন ও মনের যৌবন এর পার্থক্য লিখ

৩২) ভোগের নয় ত্যাগেই যৌবনের ধর্ম

৩৩) একরাত্রি গল্পের মূলভাব আলোচনা কর

৩৪) পুইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি – এর সার্থকতা আলোচনা কর

৩৫) সাধু ও রীতি থেকে রীতিতে ভাষারূপ পরিবর্তনের চারটি নিয়ম উদাহরণসহ লিখ

৩৬) ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলতে কি বুঝ -  উদাহরণসহ নিয়মগুলা লিখ।

৩৭) মাইকেল মধূসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কিবর মর্মবেদনা স্বরূপ বিশ্লেষণ কর

৩৮) ডাহুক কবিতার মূলভাব আলোচনা কর

৩৯) রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল মনোভাব আলোচনা কর

৪০) বাংলা একাডেমি প্রবর্তিত অতৎসম শব্দে বাংলা বানানের নিয়মসমূহ কি কি

৪১) ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবাতাবাদী চিন্তাচেতনার পরিচয় দাও

৪২) চৈতি হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে – ব্যাখ্যা কর

৪৩) হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা কর

৪৪) শামসুর রহমানের বারবার আসিব ফিরে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখ

৪৫) রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্তি গল্পের প্রেমের স্বরূপ বা ছোট গল্পের নামকরণের স্বার্থকতা বিশ্লেষণ কর



৪৬) বনলতা সেন একটি অসামান্য গীতি কবিতা আলোচনা কর

৪৭) সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছে তা আলোচনা কর।

৪৮) সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর

৪৯) ধার্মিক ও সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ

৫০) সাহিত্যের আনন্দভোজে কবি কিসের খোজে থাকেন এবং কেন থাকেন।

৫১) কবি আল মাহমুদ ও শামসুর রহমান সম্পর্কে তোমার মতামত লিখ

৫২) সংক্ষেপে ভিখুর পরিচয় – বর্ণনা কর 

৫৩) রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার করেছেন সংক্ষেপে তা আলোচনা কর

৫৪) চৈতি হাওয়া কবিতায় কবির যে অন্তর্ভেদী আকাঙ্খা প্রকাশিত হয়েছে তার স্বরূপ তুলে ধরো

৫৫) সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তি দেখাতে পারে নি – ব্যাখ্যা কর

৫৬) যৌবনের যে ছবি সংস্কৃত দৃশ্য কাব্যে ফুটে উঠেছে, সে হচ্ছে ভোগ বিলাসের চিত্র। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অনুসারে বর্ণনা কর।

৫৭) ডাহুক কবিতার মূলভাব আলোচনা কর

৫৮) আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল না তা দিয়ে তার আদেশ পালন করেছি – ব্যাখ্যা কর।

৫৯) যাহা অসুন্দর মনুষ্যচিত্তের উপরে তাহার শক্তি অল্প – ব্যাখ্যা কর

৬০) শামসুর রহমানের বার বার ফিরে আসে কবিতাটির প্রেক্সাপট বর্ণনা কর 

৬১) অতীতের উদ্দম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে – ব্যাখ্যা কর

৬২) রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের মূলভাব তোমার নিজের ভাষায় লিখ

৬৩) বার বার ফিরে আসে কবিতায় রক্তপ্লুত শার্চ কোথায় কোথায় ফিরে আসে – সংক্ষেপে লিখ

৬৪) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কী বুঝিয়েছেন ?

৬৫) ধর্ম চায় মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষঅ করতে, মানুষকে বিকশিত করতে নয়

৬৬) মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব – ব্যাখ্যা কর।

৬৭) রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিখ

৬৮) এমদাদ কে – সংক্ষিপ্ত পরিচয় দাও

৬৯) বাংলার জাগরণ প্রবন্ধেল মূল বক্তব্য বর্ণনা কর

৭০) ঐকতান কবিতায় সাধারণ মানুষের যে জয়গান গাওয়া হয়েছে, তা বর্ণনা কর।

৭১) বনলতা সেন একটি অসামান্য কবিতা বিস্তারিত আলোচনা কর।

৭২) কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কতিার বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে – বিশ্লেষণ কর।

৭৩) কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন-৫ কবিতার মূল তাৎপর্য ব্যাখ্যা কর



৭৪) কবির ক্লান্ত পথিকস্ত্তা কিভাবে শাস্তি লাভ করেছিল, বনলতা সেন কবিতা অবলম্বনে ব্যাখ্যা কর।

৭৫) রূপক কবিতা কাকে বলে – রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ কর।

৭৬) সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর।

৭৭) প্রমথ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটিতে কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন তা ব্যাখ্যা কর।

৭৮) আবুল মনসুর আহমদ তার হুজুর কেবলা গল্পে সমাজের যে চিত্র একেছেন তা আলোচনা কর।

৭৯) কাজী আব্দুল ওদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।

৮০) কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন-৫ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখ

৮১) ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী মন্তব্যটির আলোকে বিশ্লেষণ কর।

৮২) রাজবন্দির জবানবন্ধি প্রবন্ধে বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর

উপরোক্ত ক, খ ও গ বিভাগের সকল প্রশ্নোত্তর ও প্রশ্নগুলা পিডিএফ আকারে পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। 

This Timer Code
Toki Unlimited
File Type: বাংলা জাতীয় ভাষা
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog

আশা করি যারা ডিগ্রি ২য় বর্ষে আছেন, সবার উপকারে আসবে। ডিগ্রি সম্পর্কিত যেকোন তথ্য জানতে আমাদের সাথে থাকুন। 

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ