ডিগ্রী ২য় বর্ষের হিসাববিজ্ঞান ৩য় পত্র ‘ইন্টারমিডিয়েট একাউন্টিং’ এর ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৩য় পত্রের গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের সমন্বয়ে থাকছে আজকের এই আর্টিকেল। যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যারা কোন বই কিনতে পারেননি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন, তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে (বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না তাই আপনাদের অবশ্যই বই পড়তে হবে)

হিসাববিজ্ঞান ৩য় পত্র ইন্টারমিডিয়েট একাউন্টিং এর ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ডিগ্রী ২য় বর্ষের হিসাববিজ্ঞান ৩য় পত্র ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরী করা হয়েছে আজকের এই আর্টিকেলটি। যারা এখনো পড়া শুরু করেননি, তারা এগুলা দিয়ে শুরু করতে পারেন।

ক - বিভাগ ( অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি )

১) পোর্টফোলিও বিনিয়োগ কি?

উঃ- বিনিয়োগকারী সম্পদ সর্বাধিকরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সঙ্গে অনেকগুলো আর্থিক সম্পদে বিনিয়োগ করে তখন তাকে ফোর্টফোলিও বিনিয়োগ বলা হয় ।

২) হিসাববিজ্ঞানের সংজ্ঞা লিখ।

উঃ-  হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে সনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং তা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে।

৩) রক্ষণশীলতা নীতি কি?

উঃ- কোনো ক্ষতির সম্ভাবনা, তা হিসাবে ধরতে হবে কিন্তু লাভের সম্ভাবনা অতি উজ্জ্বল হলেও অর্জিত না হওয়া পর্যন্ত একে লাভ বলে গণ্য করা যাবে না এটিই হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি বলে।

৪) সম্ভাব্য সম্পদ কি?

উঃ- সম্ভাব্য সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা অতীত ঘটনা থেকে উৎপত্তিকৃত এবং যার অস্তিত্ব নির্ভর করে এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যত ঘটনা সংঘটিত বা অসংঘটিত হওয়ার উপর এবং যার উপর কোম্পানির পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না।

৫) অস্পর্শনীয় সম্পদ কি?

উঃ- যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না যা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পদ/সম্পত্তি বলে।

৬) ফ্রেঞ্চাইজ কি?

উঃ- ফ্রেঞ্চাইজ হলো কোন নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট ভয়ের জন্য কোনো উৎপাদনকারী, বণ্টনকারী বা সবেসায়ীকে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন তথ্য বিক্রি করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার।

৭) সমন্বিত রেওয়ামিল কি?

উঃ- সমন্বয় জাবেদা দাখিলাসমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসাবের জেরসমূহের সাহায্যে যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলে।

৮) রূপান্তরযোগ্য বন্ড কি?



উঃ- যে সকল বন্ডসমূহ ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে।

৯) সুনামের সেলামি পদ্ধতি কি?

উঃ- নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।

১০) কে মূল্য সংযোজন কর প্রদান করে?

উঃ- উঃ ১৯৯১ এর ধারা-৩(৩)-এ

বিধান অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর প্রদান করবে :

(i) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানিকারক।

(ii) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারক বা উৎপাদন পর্যায়ে সরবরাহকারী।

(iii) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী। (iv) অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী।

১১) দুইটি অনগদ দফার নাম লিখ।

উঃ- (i) অবচয় ও (ii) সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়

১২) টার্নওভার কর কি?

উঃ- যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ২৪ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয়, তাকে টার্নওভার কর বলে।

১৩) ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী?

উঃ- পণ্য বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত পণ্যের সার্ভিসিং এর দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াকে ওয়ারেন্টি বলে।

১৪) সম্পদ বলতে কী বুঝ?

উঃ- আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে।

১৫) হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?

উঃ- ১. বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী; ২. গবেষক; ৩. সরকার; ৪. ভোক্তা ও বণিক সংঘ; ৫. নিরীক্ষক; ৬. পরিকল্পনাকারী; ৭. ঋণদাতা; ৮. পরামর্শক; ৯. শ্রমিকসংঘ ; ১০. জনগণ; ১১. কোম্পানির নিবন্ধক ও ১২. আয়কর কর্তৃপক্ষ।

১৬) আইপিও বলতে কী বুঝ?

উঃ- আইপিও(IPO) এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাইভেট কোম্পানি বিনিয়োগ ইচ্ছুক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা উত্তালন করার সুবিধা অর্জন করে, একই সাথে বিনিয়োগ ইচ্ছুক ব্যাক্তি বা প্রতিষ্ঠান সেই বিনিয়োগের উপর আয় করার সুযোগ লাভ করে।

১৭) সুনাম কিভাবে সৃষ্টি হয়?

উঃ- (ক) বিক্রেতার সুমিষ্ট ব্যবহার; (খ) পণ্যের গুণাবলি; (গ) সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ও (ঘ) ক্রেতা সন্তুষ্টি এবং ব্যক্তিগত সুনাম।

১৮) অতি মুনাফা কি?

উঃ- স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলে।

১৯) স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলে।

উঃ- কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয়, তাকে ভগ্নাবশেষ মূল্য বলে।

২০) অনগদ দফার দুটি উদাহরণ দাও।

উঃ- (i) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন



(ii) পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন।

২১) সমন্বয় দাখিলা কী?

উঃ- যে জাবেদার মাধ্যমে অ-লিখিত লেনদেন, ভুল লেনদেন, পূর্বের বছরের বা পরবর্তী বছরের হিসাব পৃথক করে চলতি সালের হিসাবরক্ষণ কাজ নিখুঁতভাবে করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে।

২২) অবচয় বলতে কী বুঝ ?

উঃ- স্থায়ী সম্পত্তি ব্যবহারে ফলে তার যে মূল্য হ্রাস পায় তাকেই অবচয় বলা হয়।

২৩) হিসাববিজ্ঞান তথ্যের কতকগুলো বৈশিষ্ট্য উল্লেখ কর।

উঃ- ১. যুক্তিযুক্ততা, ২. সঙ্গতিপূর্ণতা, ৩. তুলনাযোগ্যতা, ৪. নির্ভরযোগ্যতা ইত্যাদি।

২৪) নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝ?

উঃ- যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

২৫) আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী?

উঃ- ১. উদ্বৃত্তপত্র, ২. আয় বিবরণী, ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা।

২৬) কল অপশন কী?

উঃ- যে চুক্তি দ্বারা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় ক্রেতার অধিকার সংরক্ষণ করা হয় তাকে কল অপশন বলে।

২৭) জিরো কুপন বন্ড কী?

উঃ- যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে।

২৮) দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ দাও।

উঃ- ১. বিচারাধীন মামলাজনিত দায় ২. বাট্টাকৃত বিলের দায়।

২৯) অর্জন অনুপাত কী?

উঃ- অংশীদারি কারবারের অবসরগ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতুন অনুপাত এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে পাওয়া যাবে লাভ অনুপাত ৷

৩০) নিট মূল্য সংযোজন কর কী?

উঃ- মোট মূল্য সংযোজন থেকে স্থির মূলধন (বা অবচয় চার্জ) বাদ দিয়ে নেট মূল্য সংযোজন করা হয়

৩১) অংশীদারি চুক্তিপত্র কী?

উঃ- অংশীদারি কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারি চুক্তিপত্র বলা হয় ।

৩২) অস্পর্শনীয় সম্পদ বলতে কি বুঝ?

উঃ- যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে।

৩৩) অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও।

উঃ- ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা, এর আয়ুষ্কাল সীমিত নয়।

৩৪) সুদবিহীন বন্ড কি?

উঃ- যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদবিহীন বন্ড বলে।

৩৫) সুনামের সেলামি পদ্ধতি কি?

উঃ- নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।

৩৬) মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা?

উঃ- কর্মীবাহিনী, ঋণদাতা, সরকার ও শেয়ার মালিকগণ ।

৩৭) বিনিয়োগের দুটি উদ্দেশ্য লিখ।

উঃ- বিনিয়োগের দুটি উদ্দেশ্য হলো : (i) আয় সর্বাধিকরণ

(ii) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা।

৩৮) বন্ড ইনডেঞ্চার কি?

উঃ- বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি প্ৰকাশ পায় তার লিখিত দলিলকে বন্ড চুক্তিনামা বা Bond Indenture বা বন্ড দলিল বলে।

৩৯) ন্যায্যমূল্য কি?

উঃ- কোন লেনদেনের সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে পক্ষপাতহীন যে মূল্যে উক্ত লেনদেন সংগঠিত হতে পারতো এবং যদি ক্রয়কৃত কোন সিকিউরিটি সে মূল্যে উষতপত্রে দেখানো হয় তাকে ন্যায্যমূল্য বলে।

৪০) চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বুঝ?

উঃ- চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে বুঝায় যে কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপের নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ ব্যবসা চলাকালীন এর বিলোপ সাধনের কথা চিন্তা করা হয় না। বিশেষ কারণ ছাড়া অনির্দিষ্ট কারণ।পর্যন্ত চলতে থাকবে।



৪১) কোন সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না?

উঃ- ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা এর আয়ুষ্কাল সীমিত নয়।

৪২) বর্ধিত কর : (i) IFRS, (ii) FASB.

উঃ- (i) IFRS = International Financial Reporting Standards

(ii) FASB = Financial Accounting Standard Board.

৪৩) বিনিয়োগ পোর্টফোলিও কি?

উঃ- বিনিয়োগের উদ্দেশ্যে একগুচ্ছ স্টক অথবা সিকিউরিটিস এর তালিকাকে বিনিয়োগ পোর্টফোলিও বলে।

৪৪) ক্রমাবলোপন কি?

উঃ- কোন অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এব যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বন্টন করাই হলো ক্রমাবলোপন।

৪৫) ভবিষ্যৎ ব্যবস্থা কি?

উঃ- ভবিষ্যৎ ব্যবস্থা হলো অনিশ্চিত সময় অথবা পরিমাণের একটি দায়। একে আনুমানিক দায়ও বলা যায়। যেমন-মামলা সংক্রান্ত দায়।

৪৬) ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী?

উঃ- ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা বলতে বুঝায় বিক্রেয়, ক্রেতাকে এ মর্মে প্রতিশ্রুতি প্রদান করে যে, পণ্যের পরিমাণ, মান বা মানের ঘাটতি হলে (বিক্রীর নির্দিষ্ট সময়ের মধ্যে) বিনা খরচে পুনঃস্থাপন বা মেরামত করার নিশ্চয়তা।

৪৭) বন্ড দলিলের সংজ্ঞা দাও।

উঃ- বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পত্তি থাকে তাকে বন্ড দলিল বা বন্ড ইনডেঞ্জার বলে।

৪৮) সুদবিহীন বন্ড কি?

উঃ- যে সব বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদ বিহীন বন্ড বলে।

৪৯) আদায়করণ হিসাব কি?

উঃ- কারবারের সম্পত্তি ও দায়ের হিসাব বন্ধ করে সম্পত্তি বিক্রয় বাবদ আদায়কৃত অর্থ হতে দায় দেনা। পরিশোধ দেখিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে। আদায়করণ হিসাব বলা হয়।

৫০) সম্ভাব্য দায় কি?

উঃ- সম্ভাব্য দায় একটি কার্যকর দায় যেটি ভবিষ্যতে প্রকৃত দায় হতে পারে।

৫১) স্বল্পমেয়াদি বিনিয়োগ কি?

উঃ- ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ অলসভাবে পড়ে থাকে এবং এসব অল্প অর্থ স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা হয় তাকে স্বল্পমেয়াদি বিনিয়োগ বলা হয়।

৫২) চলতি দায় কি?

উঃ- চলতি সম্পত্তি হতে কিংবা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত দায়কে প্রচলিত অর্থে চলতি দায় বলা হয়।

৫৩) অবচয় বলতে কি বুঝ?

উঃ- স্থায়ী সম্পত্তি ব্যবহারে ফলে তার যে মূল্য হ্রাস সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী হয়ে পায় তাকেই অবচয় বলা হয়।

৫৪) আর্থিক অবস্থান বিবরণী কাকে বলে?

উঃ- একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফলসহ যে কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের জেরগুলো নিয়ে সম্পত্তি দায় ও মূল্যানের অবস্থান প্রতিফলনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বতপত্র অথবা স্থিতিপত্র বলে।



৫৫) পান্ট সম্পত্তি কাকে বলে?

উঃ- যে সকল সম্পত্তি স্থায়ীভাবে ব্যবহার করা হয়। তাকে স্থায়ী বা পান্ট সম্পত্তি বলা হয়।

৫৬) অফ ব্যালেন্স শীট অর্থায়ন বলতে কি বুঝ?

উঃ- অফ ব্যালেন্সশীট অর্থায়ন হলো, এমন এক ধরনের অর্থায়ন যার মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা উদ্বর্তপত্রে দেখানোর প্রয়োজন হয় না। ফলে উদ্বৃত্তের আপাত দৃষ্টি ভালো অবস্থা মনে করা হয়। এ ধরনের অর্থায়নকে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে ব্যালেন্সশীট অর্থায়ন বলে।

৫৭) নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?

উঃ- যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

৫৮) মূল্য সংযোজন কর কি?

উঃ- মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে মূল্য সংযোজন কর বলা হয়।

৫৯) অর্জন (Gain) অনুপাত কি?

উঃ- অংশীদারি কারবারের অবসর গ্রহণকারী অংশীদার হত। অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতু অনুপাত। এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বল নিল পাওয়া যাবে লাভ অনুপাত বা অর্জন (Gain) অনুপাত।

৬০) GAAP কি?

উঃ- Generally Accepted Accounting Principles এর অর্থ হলো সর্বজনগ্রাহ্য হিসাববিজ্ঞান নীতিমালা।

৬১) আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে?

উঃ- একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফলসহ যে-কোনো নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের জেরগুলো নিয়ে সম্পত্তি ও দায় মূল্যায়নের অবস্থান প্রতিফলনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বতপত্র অথবা স্থিতিপত্র বলে।

৬২) আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী?

উঃ- আর্থিক বিবরণীর উপাদানসমূহ হলো- ১. উদ্বৃত্তপত্র, ২. আয় বিবরণী, ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা।

৬৩) নৈতিকতা বলতে কি বুঝ?

উঃ- নৈতিকতা হলো নীতির একটি মান যেটা দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সৎ বা অসৎ, সত্য না অসত্য তা নির্ধারণ করা হয়।

৬৪) বিপরীত হিসাব কি?

উঃ- যখন কোন হিসাবকে লিপিবদ্ধকরণের জন্য এরূপ স্থির করা হয় যে, ঐ হিসাবকে তার সম্পর্কযুক্ত একটি ধনাত্মক জের সংবলিত হিসাব থেকে বাদ দেয়া হবে, তখন ঐ ধরনের হিসাবগুলোকে বিপরীত হিসাব বলে।

৬৫) নগদভিত্তিক হিসাব ব্যবস্থা কি?

উঃ- নগদভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় নগদে প্রাপ্ত হলে এবং খরচ নগদে সংগঠিত হলেই লিপিবদ্ধ করা হয়।

৬৬) হিসাব চক্রের প্রথম ধাপ কি?

উঃ- হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন সনাক্তকরণ।

৬৭) অনুপার্জিত আয় কি?

উঃ- আয় অর্জিত হওয়ার পূর্বেই যে আয় অগ্রিম গ্রহণ করা হয় এবং যাকে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে অনুপার্জিত আয় বলে।

৬৮) জাবেদা কি?

উঃ- যে দৈনন্দিন হিসাবের বইতে সংগঠিত লেনদেনসমূহ প্রতিদিন তারিখের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।

৬৯) সাধারণ খতিয়ান কি?

উঃ- যে খতিয়ান সকল সম্পদ, দায় এবং মালিকানা সত্তা ধারণ করে তাকে সাধারণ খতিয়ান বলে।

৭০) প্রাসঙ্গিকতা কি?



উঃ- প্রাসঙ্গিকতা হলো কোনো তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ভিন্নতা নির্দেশের জন্য কোন তথ্যের গুণ।

৭১) খরচ কি?

উঃ- আয় অর্জনের জন্য সম্পদের কিংবা সেবার যে পরিমাণ ব্যয় যা ব্যবহার করা হয় তাকে খরচ বলে।

৭২) পোস্টিং কি?

উঃ- জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার প্রক্রিয়াকে পোস্টিং বলে।

৭৩) ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা বলতে কী বুঝ?

উঃ- প্রতিষ্ঠানের কার্যক্রম এবং মালিকের কার্যক্রমকে পৃথক করার অনুমানকে ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা বলা হয়।

৭৪) আয়-ব্যয় সংযোগ নীতিটি কী?

উঃ- আয়-ব্যয়ের সংযোগ নীতি হলো কোন হিসাবকালে অর্জিত আয়ের বিপরীতে খরচকে সংযোগের মাধ্যমে অবলোপন অর্থাৎ কোন হিসাবকালে অর্জিত রাজস্ব থেকে খরচকে বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করা।

৭৫) আয় শনাক্তকরণ নীতি কী?

উঃ- যে নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে আয় শনাক্তকরণ সম্ভব হয় তাকেই আয় শনাক্তকরণ নীতি বলে।

৭৬) হিসাবরক্ষণ কী?

উঃ- হিসাবরক্ষণ হলো হিসাববিজ্ঞানের একটি অংশ যা শুধুমাত্র আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ