ডিগ্রী উপবৃত্তি প্রদান ২০২৪। উপবৃত্তির টাকা কখন দেওয়া হবে ও কারা পাবে ? বিস্তারিত.....

ডিগ্রী উপবৃত্তি প্রদানের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যারা গত ৮ মে ২০২৪ থেকে ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত উপবৃত্তির জন্যে আবেদন করেছেন তারা আজ ২৪ জুন ২০২৪ তারিখ থেকে উপবৃত্তির টাকা নিজ নিজ মোবাইল ব্যাংকিং এর মাধ্য়মে হাতে পেয়ে যাবেন। 

ডিগ্রী উপবৃত্তি প্রদান ২০২৪।

এই ধাপে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি যারা বিগত বছরে প্রথম ও দ্বিতীয় বর্ষে উপবৃত্তির টাকা পেয়েছেন, আশা করা যায় তারাও ২য় ও ৩য় কিস্তির টাকা পেয়ে যাবেন। তাই নিজের মোবাইল ব্যাংকিং নাম্বার চেক করুন। 

উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য:
  • ছাত্র/ছাত্রী ভর্তির হার বৃদ্ধি;
  • ছোট পরিবার গঠনে উৎসাহ প্রদান এবং প্রজনন হার নিয়ন্ত্রণ;
  • চাকুরির সুযোগ ও উপার্জন ক্ষমতা বৃদ্ধি;
  • দারিদ্র্য বিমোচন ও জেন্ডার সমতা অর্জন; এবং
  • সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন।

উপবৃত্তি টাকা প্রদানের সময় এক শ্রেণীর অসাধু চক্র জেগে উঠে, আপনাকে ফোন করে টাকা দেওয়ার ব্যাপারে ভুল তথ্য দিয়ে পিন চাইবে, মনে রাখবেন, উপবৃত্তি সরকার দিবে, কোনো ব্যাক্তি নয়, তাই নিজের পিন ও তথ্য কাউকে দিবেন না। নিজে সচেতন থাকুন ও অন্যকে সচেতন করুন। 

ডিগ্রী উপবৃত্তি প্রদান ২০২৪।

যারা আগে প্রথম ও দ্বিতীয় বর্ষে উপবৃত্তি পেয়েছেন আপনারা আপনাদের মোবাইল ব্যাংকিং নাম্বারটি সচল রাখুন আর যারা এইবার নতুন অর্থাৎ প্রথম বর্ষে আবেদন করেছেন আপনারা দেখুন যারা উপবৃত্তি পাওয়ার যোগ্যতা রাখেন অবশ্যই সময়মতো টাকা পেয়ে যাবেন। 

-----------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ