ডিগ্রি উপবৃত্তি আবেদন ফর্মে জন্ম তারিখ ভুল। জন্ম তারিখ ভুল হওয়া এবং ফর্মে লেখা না আসার কারণ!

ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) গত ৮ মে ২০২৪ থেকে উপবৃত্তি আবেদন শুরু হয়ে। আবেদন করার সময়, ২টি সমস্যার কথা শুনা যাচ্ছে একটি হচ্ছে সঠিক জন্মতারিখ দেওয়ার পরও ভুল আসতেছে এবং অন্যটি হচ্ছে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করার পর যখন সাবমিট করা হয়, তার পরবর্তী প্রিন্ট কপিতে দেখা যায় ফর্মে কোনো লেখা নেই। এর জন্যে কি কোনো সমস্যা হতে পারে ? উপবৃত্তির আবেদন শুরু হওয়ার পর থেকে এ ধরণের প্রশ্ন শুনা যাচ্ছে। এখন করণীয় কি ?

ডিগ্রি উপবৃত্তি আবেদন ফর্মে জন্ম তারিখ ভুল

জন্ম তারিখ ভুল : প্রথমে বলি, উপবৃত্তি আবেদন সম্পন্ন হওয়ার পর তা আর সংশোধন করার কোনো সুযোগ নেই। আবারও বলছি আবেদন করার পর আর কোনো উপায় নেই সংশোধন করার। এখন কথা হচ্ছে জন্ম তারিখ সঠিক দেওয়ার পরও ভুল হচ্ছে কেন ? প্রশ্নের উত্তরে বলবো সার্ভার সমস্যার কারণে এমনটা হয়েছে। যা গত বছরও এমন হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।



ফর্মে তথ্য আসেনি কেন : আবেদন করার সময় সকল তথ্য নিজে দিয়েছি বা কম্পিউটার দোকানে নিজে উপস্থিত থেকে দিয়েছি, তারপরও ফর্মে কোন তথ্য দেখা যাচ্ছে না কেন বা কিছু তথ্য এসেছে আবার কিছু আসেনি কেন ? এক কথায় বলবো, আপনি ফর্মটি বাংলায় পূরণ করেছেন, যার কারণে ফর্মে লেখা দেখা যাচ্ছে না। অর্থাৎ আবেদন করার সময় সকল তথ্য ইংরেজিতে দিতে হবে, কোন তথ্য বাংলায় দিলে তা ফর্মে দেখা যাবে না। যারা এখনো আবেদন করেননি, অবশ্যই আবেদন করার সময় সকল তথ্য ইংরেজিতে পূরণ করবেন।

এখন মূল কথা হলো, এই ধরণের ভুলের কারণে কোনো সমস্যা হবে কিনা ? গত বছর আবেদন করার সময় অনেক শিক্ষার্থীদের জন্ম তারিখ ভুল হয়েছে, বাংলাতে কয়েকটা তথ্য দেওয়ার পরও উপবৃত্তি পেয়েছে। তাই গত বছরের হিসাব অনুযায় বলতে পারি, এসব কারণে উপবৃত্তি পেতে সমস্যা হবে না। কিন্তু যারা সম্পূর্ণ তথ্য বাংলায় দিয়েছেন, বা নিজ ইচ্ছায় ভুল করছেন, তাদের কথা সঠিক বলতে পারছি না। 



আর দিন শেষে একটি কথা, যেহেতু আবেদন করার পর আর সংশোধন করার কোনো সুযোগ থাকে না, তাই এগুলা নিয়ে চিন্তা না করাই উত্তম। প্রয়োজনীয় তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাংক একাউন্ট নাম্বার, এটা ঠিক থাকলে হবে। যদি আপনার ভাগ্য থাকে তাহলে সময় মতো উপবৃত্তি পেয়ে যাবেন। মনে রাখবেন, কমবেশি সবাই আবেদন করবে, কিন্তু উপবৃত্তি সবাই পাবে না। 

আশা করি বুঝতে পারছেন, তাই কেউ অযাথা এ নিয়ে চিন্তা করবেন না। অনলাইনে অনেক প্রতারক রয়েছে, ঠিক করে দিবে বলে, আপনার থেকে কিছু অর্থ হাতিয়ে নিবে। উপবৃত্তির টাকা বিকাশ, নগদ কিংবা ব্যাংকে যেভাবে আসুক না কেন, কেউ আপনাকে ফোন করে এ বিষয়ে কোনো তথ্য চাইলে আপনার একাউন্ট নাম্বার বা পিন শেয়ার করবেন না। যারা এখনো উপবৃত্তি আবেদন করেননি, কিভাবে ঘরে বসে আবেদন করতে হয় এখনি দেখে নিন।

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ