ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০২১ সালের প্রশ্নপত্র। Degree 2nd Year Bengali National Language 2021 Question Paper

ডিগ্রি ২য় বর্ষের জন্য আবশ্যিক একটি বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা। যা প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদের এই বিষয়টি বাধ্যতামূলক পড়তে হয়। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এই আবশ্যিক বিষয়টির বিগত ২০২১ সালের প্রশ্নপত্র শেয়ার করব। যারা বই কিনতে পারেন নি, আশা করি তাদের এই প্রশ্নগুলা কাজে লাগবে। ডিগ্রি ফাইনাল পরীক্ষায় যেহেতু বিগত সালের প্রশ্ন থেকে অনেকাংশে কমন পড়ে, তাই বলাই বাহুল্য বিগত সালের প্রশ্নপত্র একজন সাধারণ শিক্ষার্থীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ।

ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০২১ সালের প্রশ্নপত্র

ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অধিকাংশ সময় বিগত সালের প্রশ্নপত্র থেকে ঘুরেফিরে আসে। অতএব আপনি যদি বিগত সালের প্রশ্নপত্রগুলা কিছু সময় দিয়ে পড়েন আশা করি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন।


ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০২১ (অনুষ্ঠিত ১২-০৭-২০২৩)

বিষয় - বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)। কোড -১৩১০০১

পূর্ণমান - ৮০ নাম্বার 

ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)

১। ক. ঐকতান কবিতায় কবি বিপুলা পৃথিবী বলতে কী বুঝিয়েছেন ?

খ. চৈতী হাওয়অ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন ?

গ. বার বার ফিরে আসে কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

ঘ. শ্যামাচরণ বাবু বাঙ্গালা ভাষা প্রবন্ধে কোন বহুবচন শব্দ ব্যবহারের বিরোধিতা করেছেন ?

ঙ. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধটি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন ?

চ. শিখা পত্রিকার মূলমন্ত্র কী ?

ছ. প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয় ?



জ. নয়নচারা গ্রামের নদীটির নাম কি ?

ঝ. রাস্তাতে গহুরালির কতটুকু জমি চলে যায় ?

ঞ. পত্র শব্দটির আভিধানিক অর্থ কী ?

ট. গুরুচন্ডালী দোষ কী ?

ঠ. আকাংখা বানানটির শুদ্ধরূপ লেখ।



খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)

২. কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কী পরিণতি ঘটিয়েছে ?

৩. চৈতী হাওয়া কবিতা অনুসরণে কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও।

৪. মানুষের শ্রেষ্ঠ গুনাবলির অধিকার প্রসঙ্গে সভ্যতার সংকট প্রবন্ধে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি তুলে ধর।

৫. আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। ব্যাখ্যা কর। 

৬. ক্ষেন্তি কে ? তার পরিচায় সংক্ষিপ্ত ভাবে তুলে ধর।

৭. নতুন সড়ক নির্মাণের স্বপ্নে বিভোর গহুরালিরর অনুভূতি বর্ণনা কর।

৮. ণত্ব বিধানের যেকোনো চারটি নিয়ম উদাহরণসহ লেখ।

৯. বাংলায় অনুবাদ কর :

Knowledge is vaster than an occan. The more we gather knowledge, the more our thirst for it increases. So any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable.



গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)

১০. আত্ম-বিলাপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ কর।

১১. বার বার ফিরে আসে কবিতার বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা কর।

১২. তৈল প্রবন্ধেল নামকরণের সার্থকতা নিরূপণ কর।

১৩. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরূল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখ।

১৪. প্রেমের গল্প হিসেবে একরাত্রি গল্পটির শিল্প সার্থকতা আলোচনা কর।

১৫. নয়নচারা গল্পে নগরজীবনের স্বার্থান্ধ বিকৃত রূপ সম্পর্কে আমুর মনে যে ধারণা জন্মেছে, সে বিষেয়ে তোমার অভিমত ব্যক্ত কর।

১৬. প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লেখ।

১৭. কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।

আরো পড়ুন :




আশা করি বাংলা জাতীয় ভাষার বিগত সালের (২০২১) এর প্রশ্নপত্রগুলা আপনাদের কাজে লাগবে। যদি প্রশ্নপত্রগুলা কাজে লাগে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম গুরুত্বপূর্ণ বিগত সালের যেকোন পরীক্ষার প্রশ্নপত্র পেতে আমাদের সাথে থাকুন।

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ