ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০১৮ সালের প্রশ্নপত্র। Degree 2nd Year Bengali National Language 2018 Question Paper

ডিগ্রি ২য় বর্ষের জন্য আবশ্যিক একটি বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা। যা প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদের এই বিষয়টি বাধ্যতামূলক পড়তে হয়। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এই আবশ্যিক বিষয়টির বিগত ২০১৮ সালের প্রশ্নপত্র শেয়ার করব। যারা বই কিনতে পারেন নি, আশা করি তাদের এই প্রশ্নগুলা কাজে লাগবে। ডিগ্রি ফাইনাল পরীক্ষায় যেহেতু বিগত সালের প্রশ্ন থেকে অনেকাংশে কমন পড়ে, তাই বলাই বাহুল্য বিগত সালের প্রশ্নপত্র একজন সাধারণ শিক্ষার্থীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ।

ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০১৮ সালের প্রশ্নপত্র

ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অধিকাংশ সময় বিগত সালের প্রশ্নপত্র থেকে ঘুরেফিরে আসে। অতএব আপনি যদি বিগত সালের প্রশ্নপত্রগুলা কিছু সময় দিয়ে পড়েন আশা করি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন।


ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০১৮ (অনুষ্ঠিত ০২-০৭-২০১৯)

বিষয় - বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)। কোড -১৩১০০১

পূর্ণমান - ৮০ নাম্বার 

ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)

১। ক. চৈতী হাওয়া কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন ?

খ. বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী ?

গ. ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন ?

ঘ. বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

ঙ. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশসংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন ?

চ. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে ?

ছ. বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে ?



জ. সংস্কৃতি-কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে ?

ঝ. পুঁই মাচা ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী ?

ঞ. প্রাগৈতিহাসিক গল্পের নায়ক কে ?

ট. পথ জানা নাই ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কি ?

ঠ. আত্মজা ও একটি করবী গাছ গল্পের গল্পকারের নাম কি ?



খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)

২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব লিখ।

৩. শামসুর রাহমানের বার বার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর।

৪. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধে প্রমথ চৌধুরী প্রকৃত যৌবন বলতে কী বুঝিয়েছেন ?

৫. আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি- ব্যাখ্যা কর।

৬. তোমরা নিতান্ত মূর্খ, এই ভন্ডের চালাকি বুঝিতে পারিতেছ না। বিষয়টি বিশ্লেষণ কর।

৭. পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগার পায় নাই, কোনোদিন পাইবেও না। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৮. ণত্ব বিধানের যে কোনো চারটি নিয়ম লিখ

৯. বাংলায় অনুবাদ কর :

Honesty is the best policy. An honest man is respected by all. Everyone trusts him, None can prosper in life if he is not honest An hones shopkeeper is liked veryt much by his customers. All go to his shop and things from him. His credit grows and his business flourishes.



গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)

১০. চৈতী হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানসের পরিচয় দাও।

১১. সনেট কী ? সনেট হিসেবে সোনালী কাবিন-৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।

১২. কাজী আবদুল ওদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য মূল্যায়ন কর।

১৩. তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।

১৪. পথ জানা নাই ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে

১৫. আত্মজা ও একটি করবী গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি - আলোচনা কর।

১৬. চলিত ভাষার বৈশিষ্টসমূহ আলোচনা কর।

১৭. তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখ।

আরো পড়ুন :



আশা করি বাংলা জাতীয় ভাষার বিগত সালের (২০১৮) এর প্রশ্নপত্রগুলা আপনাদের কাজে লাগবে। যদি প্রশ্নপত্রগুলা কাজে লাগে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম গুরুত্বপূর্ণ বিগত সালের যেকোন পরীক্ষার প্রশ্নপত্র পেতে আমাদের সাথে থাকুন।

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ