ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০১৭ (অনুষ্ঠিত ০৯-০৯-২০১৮)
বিষয় - বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)। কোড -১৩১০০১
পূর্ণমান - ৮০ নাম্বার
ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)
১। ক. আত্ম-বিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন?
খ. চৈতী হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচরণ করেছেন ?
গ. ঐকতান শব্দের অর্থ কী ?
ঘ. আঙ্গিক বিচারে সোনালী কাবিন-৫ কোন ধরনের কবিতা ?
ঙ. বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। - উক্তিটি কার?
চ. হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ ?
ছ. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাদের দায়ী করেছেন ?
জ. বাংলার জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে ?
ঝ. একরাত্রি গল্পের নায়িকার নাম কি ?
ঞ. পত্র শব্দটির অভিধানিক অর্থ কি ?
ট. হুজুর কেবরার প্রধার খলিফা কে ?
ঠ. নয়নচারা গল্পে উল্লিখিত নদীদির নাম কি ?
খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)
২. আত্ম-বিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও।
৩. কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছে ?
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কি বুঝিয়েছেন ?
৫. মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। ব্যাখ্যা কর।
৬. অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী। উক্তিটির সত্যতা বিচার কর।
৭. ওগুলো কালা নয়তো, যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে। ব্যাখ্যা কর।
৮. বাংলা একাডেমিক প্রণীত প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখ।
৯. বাংলায় অনুবাদ কর :
Man is the architect of his own fortune. If he makes a proper divison of time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. But if he does otherwise, he is sure to repent when it is too late and he will have to drag a miserable existence from day to day.
গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)
১০. ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও।
১১. শামসুর রাহমানের বারবার ফিরে আসে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক বিক্ষোভ ও গণআন্দোলনের প্রেরণাদীপ্ত কবিতা। - উক্তিটির আলোকে কবিতাটি বিশ্লেষণ কর।
১২. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য লিখ।
১৪. ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী - মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলোচনা কর।
১৫. হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।
১৬. সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর।
১৭. তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লিখ।
আরো পড়ুন :
- ২০১৫ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৬ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৮ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৯ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০২০ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০২১ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
----------------------------------------------------
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।