ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০১৫ সালের প্রশ্নপত্র। Degree 2nd Year Bengali National Language 2015 Question Paper

ডিগ্রি ২য় বর্ষের জন্য আবশ্যিক একটি বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা। যা প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদের এই বিষয়টি বাধ্যতামূলক পড়তে হয়। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এই আবশ্যিক বিষয়টির বিগত ২০১৫ সালের প্রশ্নপত্র শেয়ার করব। যারা বই কিনতে পারেন নি, আশা করি তাদের এই প্রশ্নগুলা কাজে লাগবে। ডিগ্রি ফাইনাল পরীক্ষায় যেহেতু বিগত সালের প্রশ্ন থেকে অনেকাংশে কমন পড়ে, তাই বলাই বাহুল্য বিগত সালের প্রশ্নপত্র একজন সাধারণ শিক্ষার্থীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ।

ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা ২০১৫ সালের প্রশ্নপত্র।

ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অধিকাংশ সময় বিগত সালের প্রশ্নপত্র থেকে ঘুরেফিরে আসে। অতএব আপনি যদি বিগত সালের প্রশ্নপত্রগুলা কিছু সময় দিয়ে পড়েন আশা করি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন।


ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০১৫ (অনুষ্ঠিত ২৯-০৯-২০১৬)

বিষয় - বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)। কোড -১৩১০০১

পূর্ণমান - ৮০ নাম্বার 

ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)

১। ক. ঐকতান শব্দের অর্থ কী ?

খ.বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

গ. নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে ? - এটি কোন কবিতার চরণ।

ঘ. টেকচাঁদী বাঙ্গালা কি ?

ঙ. বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত কে ?

চ. রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ?

ছ. একরাত্রি গল্পের নায়ক কী হতে চেয়েছিল ?

জ. ক্ষেন্তি কী রোগে মৃত্যুবরণ করে ?



ঝ. কলিমন কে ?

ঞ. গুরুচন্ডালী দোষ কি ?

ট. আইঁ নো যাইয়্যুম - আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লেখ।

ঠ. শুদ্ধ বানান লেখ : উচ্ছাস, স্বাক্ষরতা।



খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)

২. মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে করিবর মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।

৩. কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতায় কিভাবে বিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে, তা সংক্ষেপে লিখ।

৪. হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখ।

৫. যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের যৌবন এর পার্থক্য নির্দেশ করে।

৬. নয়নচারা গাঁয়ে ‍ কি মায়ের বাড়ি ? কে, কাকে এবং কেন একথা বলেছিল ?

৭. মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে। কী প্রকারে ? সংক্ষেপে লিখ।

৮. বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখ।



৯. বাংলায় অনুবাদ কর -

Our Total eviroment influences our life and our way of living, The main elements of our human environment are men, animals, plants. soil, air and water. There are relationships between these elements. When these relationships are disturbed, life becomes difficult or impossible

গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলবক্তব্য লিখ।

১১. কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শাস্তি লাভ করেছিল, বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা কর।

১২. সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন, তা আলোচনা কর।

১৩, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর।



১৪. ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী, মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখুর চরিত্র আলোচনা কর।

১৫.ছোটগল্প হিসেবে আত্মজা ও একটি করবীগাছ গল্পটির সাফল্য বিচার কর।

১৬. দৃষ্টান্তসহ সাধু ও চলিতভাষার পার্থক্য লিখ।

১৭. একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহজকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রাপ্তির জন্য একটি আবেদনপত্র লিখ।

আরো পড়ুন :



আশা করি বাংলা জাতীয় ভাষার বিগত সালের (২০১৫) এর প্রশ্নপত্রগুলা আপনাদের কাজে লাগবে। যদি প্রশ্নপত্রগুলা কাজে লাগে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম গুরুত্বপূর্ণ বিগত সালের যেকোন পরীক্ষার প্রশ্নপত্র পেতে আমাদের সাথে থাকুন।

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ