ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০১৮
বিষয় - ব্যবস্থাপনা প্রথম পত্র ‘ব্যবসায় পরিচিতি’। কোড -১১২৬০১
পূর্ণমান - ৮০ নাম্বার
ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)
১। ক) ব্যবসায়ের সংজ্ঞা দাও?
খ) পুনঃরপ্তানি কী?
গ) SWOT বিশ্লেষণ কী ?
ঘ) ব্যবসায় জোট কী?
ঙ) কর্মী অংশীদার কী ?
চ) কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বুঝায় ?
ছ) ব্যবস্থাপনা প্রতিনিধি কী ?
জ) শেয়ার বাজার কী ?
ঝ) প্রভব লেখ কী ?
ঞ) বণিক সভা কাকে বলে?
ট) EPZ শব্দের পূর্ণরূপ কি?
ঠ) প্রত্যয়পত্র কী?
খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)
২. ব্যবসায়ের উদ্দশ্যসমূহ বর্ণনা কর ?
৩. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানগুলো বর্ণনা কর ?
৪. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত কেষত্রসমূহ কি কি ?
৫. উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে পার্থক্ দেখাও ?
৬. বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলপত্রের বর্ণনা কর ?
৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে যুক্তি দাও?
৮. বণিক সভার উদ্দেশ্যসমূহ বিবৃত কর ?
৯. শেয়ার ও ঋণপত্র বলতে কী বুঝায় ?
গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)
১০. ক) ব্যবসায় কি একটি পেশা?
খ) পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর ?
১১. ক) ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা কর ?
খ) একমালিকানা ব্যবসায়ের অসুবিধাসমূহ পরীক্ষা কর /
১২.ক) অংশীদারি ব্যবসায় কী?
খ) অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর ?
১৩. ক) স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য দেখাও ?
খ) যৌথমূলধনী কোম্পািনি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপসমূহ উল্লেখ কর ?
১৪. ক) সমবায় সমিতির মূলনীতি আলোচনা কর ?
খ) সমবায় সমিতির অসুবিধাসমূহ আলোচনা কর ?
১৫.ক) রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ কী কী ?
খ) রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও ?
১৬. ক) সাপটা চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা কর?
খ) উন্নয়নশীল বিশ্বে বিশ্বব্যাংকের ভূমিকা বর্ণনা কর ?
১৭. ক) বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝায় ?
খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেবৈদেশিক বাণিজ্যের ভূমিকা লিখ ?
আরো পড়ুন :
- ২০১৬ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৭ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৮ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০১৯ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০২০ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
- ২০২১ সালের বাংলা জাতীয় ভাষা প্রশ্নপত্র (বিগত সালের প্রশ্নপত্র)
----------------------------------------------------
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।