২০১৫ সালের ডিগ্রি প্রথম বর্ষ ব্যবস্থাপনা ১ম পত্রের ‘ব্যবসায় পরিচিতি’ পরীক্ষার প্রশ্নপত্র

ডিগ্রি ১ম বর্ষ BBS গ্রুপের অন্যতম একটি বিষয় হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা ১ম পত্র বইটির নাম হচ্ছে ‘ব্যবসায় পরিচিতি’ এবং ২য় পত্র বইটি হচ্ছে ‘ব্যবস্থাপনার মৌল বিষয়’। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ব্যবস্থাপনা ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ বিষয়টির বিগত ২০১৫ সালের প্রশ্নপত্র শেয়ার করব। যারা বই কিনতে পারেন নি, আশা করি তাদের এই প্রশ্নগুলা কাজে লাগবে। ডিগ্রি ফাইনাল পরীক্ষায় যেহেতু বিগত সালের প্রশ্ন থেকে অনেকাংশে কমন পড়ে, তাই বলাই বাহুল্য বিগত সালের প্রশ্নপত্র একজন সাধারণ শিক্ষার্থীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ।

২০১৫ সালের ডিগ্রি প্রথম বর্ষ ব্যবস্থাপনা ১ম পত্রের ‘ব্যবসায় পরিচিতি’ পরীক্ষার প্রশ্নপত্র

ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অধিকাংশ সময় বিগত সালের প্রশ্নপত্র থেকে ঘুরেফিরে আসে। অতএব আপনি যদি বিগত সালের প্রশ্নপত্রগুলা কিছু সময় দিয়ে পড়েন আশা করি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। (বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না এগুলো শুধুমাত্র আপনাকে ধারণা দিবে কোন ধরণের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে)।



ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ। পরীক্ষা - ২০১৫ 

বিষয় - ব্যবস্থাপনা প্রথম পত্র ‘ব্যবসায় পরিচিতি’। কোড -১১২৬০১

পূর্ণমান - ৮০ নাম্বার 

ক - বিভাগ : যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। (১০)

১। ক. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বুঝ?

খ. পণ্য বিনিময় কী?

গ. ব্যবসায় পরিবেশ কি ?

ঘ. সক্রিয় অংশীদার কাকে বলে?

ঙ. পাবলিক লিঃ কোম্পানি কাকে বলে ?

চ. বিবরণপত্র কী?

ছ. শেয়ার কী ?

জ. WTO কী?



ঝ. SAARC - এর পূর্ণরূপ কি?

ঞ. সমবায় সমিতি কাকে বলে?

ট. EPZ শব্দের পূর্ণরূপ কি?

ঠ. পুনঃরপ্তানি কী?



খ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩০)

২. ব্যবসায়ের সাথে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক দেখাও ?

৩. তুমি কি অংশীদারি ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় হতে শ্রেষ্ঠ মনে কর?

৪. অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল উল্লেখ কর ?

৫. প্রাইভেট লিঃ কোম্পানি ও পাবলিক লিঃ কোম্পানির মধ্যে পার্থক্য কি ?

৬. ভোক্তা সমবায় সমিতির সুবিধাসমূহ লিখ ?

৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠানের পক্ষে যুক্তি দেখাও ?

৮. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠনের উদ্দেশ্য কী ?

৯. অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও ?



গ-বিভাগ : যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৫০)

১০. ক) ব্যবসাায়ের সংজ্ঞা দাও?

খ) আধুুনক ব্যবসায়ের ক্রমবিকাশের ইতিহাস বর্ণনা কর ?

১১. ক) ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝ?

খ) ব্যবসায়ের অবস্থান নির্ধারনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর?

১২. ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর  ?

১৩. ক) একমালিকানা ব্যবসায় বলতে কী বুঝ ?

খ) একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর ?



১৪. ক) অংশীদারি ব্যবসাায়ের বিলোপসাধন বলতে কী বুঝায় ?

খ) অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি উল্লেখ কর ?

১৫.  ক) স্মারকলিপির সংজ্ঞা দাও?

খ) স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ আলোচনা কর  ?

১৬. ক) মূলধন কি ?

খ) কোম্পানির মূলধনের শ্রেণিবিভাগ বর্ণনা কর ?

১৭. ক)  রপ্তানি ব্যবসায় কী ?

খ) বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা কর ?

আরো পড়ুন :



আশা করি ব্যবস্থাপনা ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ পরীক্ষার ২০১৫ সালের প্রশ্নপত্রগুলা আপনাদের কাজে লাগবে। যদি প্রশ্নপত্রগুলা কাজে লাগে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম গুরুত্বপূর্ণ বিগত সালের যেকোন পরীক্ষার প্রশ্নপত্র পেতে আমাদের সাথে থাকুন।

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ