ডিগ্রিতে ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলা জেনে রাখা দরকার - Degree admission

যারা ডিগ্রিতে ভর্তি হবেন বলে ভাবছেন কিন্তু ডিগ্রি সম্পর্কে কোন আইডিয়া নেই তাদের জন্যে আজকের এই আর্টিকেল। আজকে এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ডিগ্রির খুটিনাটি বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করব। যে তথ্যগুলা ডিগ্রিতে ভর্তি হওয়ার আগে আপনার জেনে রাখা প্রয়োজন।

ডিগ্রিতে ভর্তি হওয়ার আগে

ডিগ্রী কোর্সের আবেদন পদ্ধতি সম্পূর্ণ অর্নাসের মতোই। শুধুমাত্র বিষয়ের স্থানে কোর্স সিলেক্ট করতে হবে। ডিগ্রী কোর্স ৪ টা। এগুলা হচ্ছে BA/বিএ, BBS/বিবিএস, BSC/বিএসসি, BSS/বিএসএস।

  • BBS কর্মাস গ্রুপের জন্য 
  • BSC সাইন্স গ্রুপের জন্য 
  • BSS ও BA আর্স গ্রুপের জন্য 
প্রতিটা কোর্সে আলাদা আলাদা বই রয়েছে। আপনি সাইন্স গ্রুপের হলে চারটি কোর্সে আবেদন করতে পারবেন কিন্তু আসবে যেকোন একটি কোর্স। আপনি কর্মাস গ্রুপের হলে ৩টি কোর্সে আবেদন করতে পারবেন BBS, BSS, BA বা যেকোন একটি করতে পারবেন। আপনি আর্স গ্রুপের হলে BSS & BA কোর্সে আবেদন করতে পারবেন, তার মধ্যে BSS কোর্সটা পছন্দের তালিকা বেশি, কারণ এই কোর্সে ভালো বিষয়গুলো পাওয়া যায়।




ডিগ্রী কোর্স অনুসারে বিষয় পাবেন যেমন কর্মাস গ্রুপে ছিলেন এখানেও কর্মাস নিলে কর্মাস বিষয়গুলো পাবেন আর্স নিলে আর্সের বিষয়সমূহ পাবেন। ডিগ্রীতে আপনি আপনার কোর্সের মধ্যে ভালো বিষয়গুলো নিলে সেই বিষয় অনুসারে পরবর্তী সময়ে মাস্টার্স করতে পারবেন, যা অর্নাসের বেলায় সুযোগ নেই। অর্নাসে যে বিষয় নিয়ে ভর্তি হবেন সে বিষয় নিয়ে মাস্টার্স করতে হবে। 

ক্লাস করা নিয়ে বাধ্যবাধকতা নাই, পরীক্ষা, রেজাল্ট সব কিছুই অনার্সের অনুরূপ। SSC 2.0 + HSC 2.0 (with 4th subject) পয়েন্ট থাকলে আপনি ডিগ্রিতে আবেদন করতে পারবেন। ভর্তির পর ক্লাস করার বাধ্যবাধকতা নাই, তাই যারা চাকরি করছেন ও যারা বিবাহিত তাদের জন্য প্লাস পয়েন্ট। অর্থাৎ বলা যায় যে, যারা জব করেন বা করবেন বিবাহিত তাদের জন্য ডিগ্রি সেরা।




খরচও নাই তেমন একটা, পুরো কোর্স শেষ করতে ১৫ হতে ২৫ হাজার টাকা খরচ পড়বে। সাধারনত নিন্ম মধ্যভিত্ত ও দরিদ্র পরিবার হতে belongs করা শিক্ষার্থীদের এক প্রকার বাধ্য হয়ে ডিগ্রী পড়তে দেখা যায়, এজন্য “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট” হতে ডিগ্রী পড়ুয়াদের জন্য উপবৃত্তীর ব্যবস্থা রয়েছে। এতে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও বৃত্তি দেয়া হয়। টাকার পরিমান - বছরে ৪৯০০ টাকা, ৩ বছরে ১৪,৭০০টাকা।

----------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ