যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য সেরা ৫টি বই পড়ার ওয়েবসাইট

দিন যত যাচ্ছে ই-বুক বা পিডিএফ ফরমেট বইয়ের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। বই রাখা নিয়ে নেই কোনো ঝামেলা, তেমনি মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে পড়ে ফেলা যায় খুব সহজে ও অল্প সময়ে। তবে, একটা নতুন বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর সুবাস কখনোই ফুরাবে না।


তবে যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন. তাদের জন্য নিয়ে আসলাম সেরা ৫টি বই পড়ার ওয়েবসাইট. ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন আপনার প্রিয় সকল বইসমূহ। আর সমৃদ্ধ করুন আপনার জ্ঞানের পরিধি।

১.bd ebooks www.bdebooks.com

এখানে পেয়ে যাবেন বিভিন্ন গল্পের বই,ম্যাগাজিন,সেবার বই,প্রাপ্তবয়স্কদের বই,ভূতের গল্প ও বিভিন্ন সিরিজ. এখানে সকল বই ফ্রিতে পড়তে ও ডাউনলোড করতে পারবেন খুব সহজে।

২. Amar boi -  www.amarboi.com

এই সাইটে ফ্রি বই থাকলেও সব বই ফ্রিতে পাওয়া যায় না। প্রতি বছরের জন্য ২৪.৯৯ ডলার ফি দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়ার সুযোগ রয়েছে। প্রিমিয়াম সদস্যদের বই ডাউনলোডের সুযোগ-সুবিধা একটু বেশিই।



৩. Amar books www.amarbooks.org

এই সাইটে সকল বই ফ্রিতে পড়তে ও ডাউনলোড করতে পারবেন খুব সহজে.পেয়ে যাবেন বিভিন্ন গল্পের বই,ম্যাগাজিন,সেবার বই,প্রাপ্তবয়স্কদের বই,ভূতের গল্প ও বিভিন্ন সিরিজ।

৪. Soviet books in bengali www.sovietbooksinbengali.com

তলস্তয়, দস্তোয়ভস্কি, নিকোলাই অস্ত্রভস্কি, আর্কিদি গাইদার কিংবা ম্যাক্সিম গোর্কি সহ আর আর রুশ লেখকদের বইয়ের অনুবাদ পাবেন এই সাইটে। রুশ উপকথা বা কিশোর সাহিত্যের দুষ্প্রাপ্য বইগুলোও ইলেকট্রনিক ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে।



৫. All bangla boi www.allbanglaboi.com

এই সাইটে পেয়ে যাবেন বিভিন্ন গল্পের বই,ম্যাগাজিন,সেবার বই,প্রাপ্তবয়স্কদের বই,ভূতের গল্প ও বিভিন্ন সিরিজ. রয়েছে জনপ্রিয় সকল লেখকের বই সমূহ।

এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সকল বইসমূহ। 

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ