Tense এর গুরুত্বপূর্ণ সব Rules - Tense Shortcut Rules - English Grammer

ইংরেজি sentence গঠনের জন্য tense এর গুরুত্ব অপরিসীম। Tense শব্দের বাংলা অর্থ  হলো কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense। তাই Tense কে ইংরেজি ভাষার প্রাণ বা soul of English language বলা হয়।

Tense এর গুরুত্বপূর্ণ সব Rules
  • সংজ্ঞা: কোনো কাজ সম্পাদনের সময়কে Tense বলে 
  • Tense ৩ প্রকার :
Tense_Rules •

1. Present Tense2. Past Tense3. Future Tense
Present indefinitePast indefiniteFuture indefinite
Present ContinuousPast ContinuousFuture Continuous
Present PerfectPast PerfectFuture Perfect
Present Perfect ContinuousPast Perfect ContinuousFuture Perfect Continuous

Indefinite tense :
Present indefiniteSubject + principal verb + object + extension.
Past indefiniteSub + p. verb এর past form + object + ext
Future indefiniteSub + shall/will + p. verb + object + ext:


Continuous tense :
Present ContinuousSub + am/is/are + p.verb + ing + object + ext:
Past ContinuousSub + was/were + p.verb + ing + object + ext:
Future ContinuousSub + shall/will + be + p.verb + ing + object + ext:

Perfect tense :
Present PerfectSub + have/has + p. verb এর past participle + obj. + ext:
Past PerfectSub + had + p. verb এর past participle form+ obj. + ext:
Future PerfectSub + shall/will + have + p.verb past participle + obj. + ext:


Perfect Continuous tense :
Present Perfect ContinuousSub + have/has + been + p.verb + ing + obj. + ext:
Past Perfect ContinuousSub + had + been + p.verb + ing+ obj. + ext:
Future Perfect ContinuousSub + shall have /will have + been + p.verb + ing + obj. + ext:

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ