মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর, ছেলেমেয়েদের অনেকে তাদের রেজাল্ট বের করতে পারে না। যার জন্যে তাদেরকে দোকানে বা অন্যের কাছে গিয়ে রিকুয়েস্ট করতে হয়। যারা JSC, SSC কিংবা HSC পরীক্ষা দিয়েছেন বা দিবেন কিন্তু কিভাবে রেজাল্ট বের করতে হয় তা না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের JSC, SSC কিংবা HSC পরীক্ষার রেজাল্ট জানার ২টি পদ্ধতি দেখিয়ে দিব।
JSC, SSC ও HSC পরীক্ষার রেজাল্ট জানার ২টি উপায়
প্রথম উপায় :
যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি নিচের দেওয়া পদ্ধতির মাধ্যমে যেকোন সাধারণ মোবাইল থেকে এসএমএস করে রেজাল্ট জানতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম :
JSC, SSC কিংবা HSC <space> 1st 3 letters of Education Board Name <space> Your Roll Number <space> YEAR ( এবং পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে যেকোন মোবাইল থেকে। )
উদা : HSC COM 123456 2022
দ্বিতীয় উপায় :
যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে নিচের দেওয়া দু’টি লিংকের যেকোন একটিতে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজল্ট খুব সহজে জানতে পারবেন । প্রথম লিংকটির মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিকসহ সমস্ত জেলার রেজাল্ট বের করতে পারবেন। আর ২য় লিংকটির মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার ব্যক্তিগত রেজাল্ট বের করতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন, এখন থেকে ঘরে বসে নিজেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবেন। যেকোন পরীক্ষার রেজাল্ট জানার উপাই জানতে Degree Service Zone এর সাথে থাকুন।
-----------------------------
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।