ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষার সংশোধনী রুটিন ২০২৪ (২১-২২)। Download Now Degree 1st Year Routine 2024

দীর্ঘ অপেক্ষার পর যখন ডিগ্রি প্রথম বর্ষ (২০২১-২০২২) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়, ঠিক তার কিছুদিন পর গত ২রা ফেব্রুয়ারি পুনরায় রুটিনটি সংশোধন করা হয়। তাই পূর্ববর্তী রুটিনের সময় বদলিয়ে আবারও আমরা সংশোধনীয় রুটিন অনুযায়ী প্রতিটি বিভাগের জন্য রুটিন পাবলিশ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, মান্নোনয়ন পরীক্ষার্থীদের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ। প্রতিটি বিভাগের রুটিন আজকের এই আর্টিকেলে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) শিক্ষাবর্ষের সকল বিভাগের রুটিন।

ডিগ্রী প্রথম বর্ষ (২১-২২) পরীক্ষার সংশোধনী রুটিন।

বিভিন্ন জায়গায় একই প্রশ্ন বার বার দেখা যাচ্ছিলো আর তা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন কেন দিচ্ছে না, কখন দিতে পারে ইত্যাদি ইত্যাদি। তো সব কল্পনা ঝল্পনা শেষে ইতিমধ্যে রুটিন প্রকাশ হয়ে গেল। আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৪ থেকে শুরু হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) এর পরীক্ষা।

বিস্তারিত তথ্যসময়
পরীক্ষা শুরু২২ ফেব্রুয়ারী ২০২৪
পরীক্ষা শেষ১৩ মে ২০২৪
রুটিন ড্রাইভ লিংকDrive Link




জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সাইটে ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে যা নিচে দেওয়া হলো। রুটিন অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারী থেকে পরীক্ষা শুরু হবে। যা চলবে আগামী ১৩ মে ২০২৪ পর্যন্ত। রুটিনটি PDF ও IMAGE আকারে ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

ডাউনলোড লিংক : PDF Download


দেখতে’ই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সাইটে লম্বা একটি রুটিন দিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের সাইটে প্রতিটি বিভাগের জন্যে আলাদা করে রুটিন তৈরী করে থাকি, শিক্ষার্থীদের সহজ ভাবে বুঝার জন্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করা অফিশিয়াল রুটিনের পাশাপাশি যাদের গ্রুপ ভিত্তিক রুটিন প্রয়োজন তারা দেখে নিতে পারেন সাথে ডাউনলোডও করে নিতে পারেন।



বিবিএস রুটিন : ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) - (ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, অর্থনীতি, মার্কেটিং ও ফিন্যান্স এই বিষয়গুলার সমন্বয়ে বিবিএস গ্রুপ। এর মধ্যে ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক। বাকি ৩টি বিষয় অর্থনীতি, মার্কেটিং ও ফিন্যান্স এর মধ্যে যেকোন একটি বিষয়)


সময়/বারবিষয় (বিবিএস রুটিন)পত্রকোড
বৃহঃ (২২-০২-২৪)ব্যবস্থাপনা১ম(১১২৬০১)
বুধ (২৮-০২-২৪)স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস১ম(১১১৫০১)
মঙ্গল (০৫-০৩-২৪)ফিন্যান্স১ম(১১২৪০১)
সোম (২২-০৪-২৪)অর্থনীতি১ম(১১২২০১)
মঙ্গল (২৩-০৪-২৪)হিসাববিজ্ঞান১ম(১১২৫০১)
বুধ (২৪-০৪-২৪)মার্কেটিং১ম(১১২৩০১)
বৃহঃ (২৫-০৪-২৪)হিসাববিজ্ঞান২য়(১১২৫০৩)
মঙ্গল (৩০-০৪-২৪)অর্থনীতি২য়(১১২২০৩)
বৃহঃ (০২-০৫-২৪)মার্কেটিং২য়(১১২৩০৩)
রবি (০৫-০৫-২৪)ফিন্যান্স২য়(১১২৪০৩)
রবি (১২-০৫-২৪)ব্যবস্থাপনা২য়(১১২৬০৩)

ডাউনলোড লিংক : PDF Download




বিএ ও বিএসএস রুটিন : ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) - মানবিক গ্রুপ থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্যে বিএ ও বিএসএস গ্রুপ। এই দু’টি গ্রুপে অনেক অনেক বিষয় রয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়গুলা বেছে নেওয়ার সুযোগ পায়। যা অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা সে সুযোগ পায় না, বিশেষ করে বিবিএস বিভাগের শিক্ষার্থীরা। প্রথম বর্ষ (২১-২২) বিএ ও বিএসএস গ্রুপের জন্যে প্রকাশ হওয়া পরীক্ষার রুটিন এক নজরে দেখে নিন।

সময়/বারবিষয় (বিএ ও বিএসএস রুটিন)পত্রকোড
বৃহঃ (২২-০২-২৪)ইসলামিক স্টাডিজ১ম(১১১৮০১)
রবি (২৫-০২-২৪)মনোবিজ্ঞান১ম(১১৩৪০১)
মঙ্গল (২৭-০২-২৪)বাংলা/ইংরেজি (ঐচ্ছিক)/সংস্কৃত/আরবি/পালি ১ম----
বুধ (২৮-০২-২৪)স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস১ম(১১১৫০১)
বৃহঃ (২৯-০২-২৪)গণিত১ম(১১৩৭০১)
বৃহঃ (২৯-০২-২৪)গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান১ম(১১৩৮০১)
রবি (০৩-০৩-২৪)গার্হস্থ্য অর্থনীতি১ম(১১৩৫০১)
রবি (০৩-০৩-২৪)ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ১ম(১১৫১০১)
সোম (০৪-০৩-২৪)দর্শন১ম(১১১৭০১)
মঙ্গল (০৫-০৩-২৪)রাষ্ট্রবিজ্ঞান১ম(১১১৯০১)
বুধ (০৬-০৩-২৪)পরিসংখ্যান১ম(১১৩৬০১)
রবি (২১-০৪-২৪)ইতিহাস১ম(১১১৫০৩)
রবি (২১-০৪-২৪)ইসলামের ইতিহাস ও সংস্কৃত১ম(১১১৬০১)
সোম (২২-০৪-২৪)অর্থনীতি১ম(১১২২০১)
মঙ্গল (২৩-০৪-২৪)ভূগোল ও পরিবেশ১ম(১১৩২০১)
বুধ (২৪-০৪-২৪)সমাজবিজ্ঞান১ম(১১২০০১)
বুধ (২৪-০৪-২৪)সমাজকর্ম১ম(১১২১০১)
বৃহঃ (২৫-০৪-২৪)ইতিহাস২য়(১১১৫০৫)
বৃহঃ (২৫-০৪-২৪)ইসলামের ইতিহাস ও সংস্কৃতি২য়(১১১৬০৩)
রবি (২৮-০৪-২৪)ভূগোল ও পরিবেশ২য়(১১৩২০৩)
সোম (২৯-০৪-২৪)গার্হস্থ্য অর্থনীতি২য়(১১৩৫০৩)
সোম (২৯-০৪-২৪)ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ ২য়(১১৫১০২)
মঙ্গল (৩০-০৪-২৪)অর্থনীত২য়(১১২২০৩)
বৃহঃ (০২-০৫-২৪)ইসলামিক স্টাডিজ২য়(১১১৮০৩)
রবি (০৫-০৫-২৪)রাষ্ট্রবিজ্ঞান২য়(১১১৯০৩)
সোম (০৬-০৫-২৪)পরিসংখ্যান২য়(১১৩৬০৩)
মঙ্গল (০৭-০৫-২৪)সমাজবিজ্ঞান২য়(১১২০০৩)
মঙ্গল (০৭-০৫-২৪)সমাজকর্ম২য়(১১২১০৩)
বুধ (০৮-০৫-২৪)গণিত২য়(১১৩৭০৩)
বুধ (০৮-০৫-২৪)গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান২য়(১১৩৮০১)
বৃহঃ (০৯-০৫-২৪)দর্শন২য়(১১১৭০৩)
রবি (১২-০৫-২৪)মনোবিজ্ঞান২য়(১১৩৪০৩)
সোম (১৩-০৫-২৪)বাংলা/ইংরেজি (ঐচ্ছিক)/সংস্কৃত/আরবি/পালি২য়(----)

ডাউনলোড লিংক : PDF Download




বিএসসি রুটিন : ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২) - শুধুমাত্র সায়েন্স এর শিক্ষার্থীদের জন্যে বিএসসি গ্রুপ। প্রথম বর্ষ (২১-২২) বিএসসি গ্রুপের জন্যে প্রকাশ হওয়া পরীক্ষার রুটিন এক নজরে দেখে নিন। 

তারিখ/বারবিষয়ের নামপত্রকোড
বৃহঃ (২২-০২-২৪)অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স১ম পত্র(১১৬০০৯)
রবি (২৫-০২-২৪)মনোবিজ্ঞান১ম পত্র(১১৩৪০১)
মঙ্গল (২৭-০২-২৪)বেসিক হোম ইকোনমিক্স১ম পত্র(১১৬০০১)
বুধ (২৮-০২-২৪)স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস১ম পত্র(১১১৫০১)
বৃহঃ (২৯-০২-২৪)গণিত১ম পত্র(১১৩৭০১)
রবি (০৩-০৩-২৪)গার্হস্থ্য অর্থনীতি১ম পত্র(১১৩৫০১)
সোম (০৪-০৩-২৪)মৃত্তিকা বিজ্ঞান১ম পত্র(১১৩৩০১)
মঙ্গল (০৫-০৩-২৪)উদ্ভিদ বিজ্ঞান১ম পত্র(১১৩০০১)
বুধ (০৬-০৩-২৪)পরিসংখ্যান১ম পত্র(১১৩৬০১)
রবি (২১-০৩-২৪)রসায়ন১ম পত্র(১১২৮০১)
সোম (২২-০৪-২৪)প্রাণি বিজ্ঞান১ম পত্র(১১৩১০১)
মঙ্গল (২৩-০৪-২৪)ভূগোল ও পরিবেশ১ম পত্র(১১৩২০১)
মঙ্গল (২৩-০৪-২৪)জেনারেল সাইন্স ফুড এন্ড নিউট্রিশন১ম পত্র(১১৬০০৫)
বুধ (২৪-০৪-২৪)পদার্থবিজ্ঞান১ম পত্র(১১২৭০১)
বৃহঃ (২৫-০৪-২৪)রসায়ন২য় পত্র(১১২৮০৩)
রবি (২৮-০৪-২৪)ভূগোল ও পরিবেশ২য় পত্র(১১৩২০৩)
রবি (২৮-০৪-২৪)(জেনারেল সাইন্স ফুড এন্ড নিউট্রিশন)২য় পত্র(১১৬০০৭)
সোম (২৯-০৪-২৪)গার্হস্থ্য অর্থনীতি২য় পত্র(১১৩৫০৩)
মঙ্গল (৩০-০৪-২৪)প্রাণি বিজ্ঞান২য় পত্র(১১৩১০৩)
বৃহঃ (০২-০৫-২৪)অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স২য় পত্র(১১৬০১১)
রবি (০৫-০৫-২৪)উদ্ভিদ বিজ্ঞান২য় পত্র(১১৩০০৩)
সোম (০৬-০৫-২৪)পরিসংখ্যান২য় পত্র(১১৩৬০৩)
মঙ্গল (০৭-০৫-২৪)পদার্থবিজ্ঞান২য় পত্র(১১২৭০৩)
বুধ (০৮-০৫-২৪)গণিত২য় পত্র(১১৩৭০৩)
বৃহঃ (০৯-০৫-২৪)মৃত্তিকা বিজ্ঞান২য় পত্র(১১৩৩০৩)
রবি (১২-০৫-২৪)মনোবিজ্ঞান২য় পত্র(১১৩৪০৩)
সোম (১৩-০৫-২৪)বেসিক হোম ইকোনমিক্স২য় পত্র(১১৬০০৩)

ডাউনলোড লিংক : PDF Download

আশা করি তোমরা যারা এবার পরীক্ষা দিবে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে ও পরীক্ষার সকল নিয়ম-কানুন মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মনে রাখবে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই মোবাইল নেওয়া থেকে বিরত থাকুন।

Tag : ডিগ্রী ১ম বর্ষের বই তালিকা, degree bss 1st year book list, ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪, bbs book list 1st year, ডিগ্রি ১ম বর্ষের বি এস এস বইয়ের তালিকা, ডিগ্রি ২০২১-২২ পরীক্ষার রুটিন, degree 1st year bbs book list, বিএ সাবজেক্ট কি কি, bsc degree subjects list, bbs accounting 1st paper, bsc subject list in bangladesh, বিএ এর বিষয় সমূহ, বি এস এস ডিগ্রি, ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার রুটিন 2024, degree upobritti 2023, degree bsc subject list, degree ba subject list, bbs book list, ডিগ্রি ১ম বর্ষের রুটিন, ডিগ্রি পরীক্ষার রুটিন, Degree রুটিন, ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন ২০২৪

----------------------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Degree Service Zone

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ