ডিগ্রী প্রথম বর্ষ (২০২২-২৩) এ যারা প্রাথমিক আবেদন করেছো কিন্তু এখনো কোন কলেজে চান্স পাও নি কিংবা চান্স পেয়েও ভর্তি হও নি তোমাদের জন্যে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিলিজ স্লিপের আবেদন ৪ঠা জানুয়ারী বিকাল ৪টা থেকে শুরু হয়ে আগামী ১১ জানুয়ারী রাত ১২টা পর্যন্ত চলবে।
যারা প্রাথমিক আবেদন করেননি অথবা কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ রিরিজ স্লিপে তারা’ই শুধু আবেদন করতে পারবে, যারা প্রাথমিক আবেদন করেছেন।
ডিগ্রী রিলিজ স্লিপে যারা আবেদন করতে পারবে :
১) যারা ১ম, ২য় ও রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি।
২) মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি।
৩) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
একজন শিক্ষার্থী মোট ৫টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। মনে রাখবে, রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমা দিতে হবে না। নিজের রেখে সংরক্ষণ করে রাখুন, যখন কলেজে চান্স পাবেন, ভর্তির সময় তা কাজে লাগবে।
আশা করি বুঝতে পারছেন, তাই যারা চান্স পাননি, সময়ের মধ্যে দ্রুত আবেদন সম্পন্ন করুন। ডিগ্রী সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটের সকল স্তরে আপডেট পেয়ে যাবেন।
----------------------------------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন।
[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।