এইচএসসি পরীক্ষার পর যাদের পড়ালেখা করার ইচ্ছে ছিল কিন্তু সময় না থাকার জন্য কোথাও ভর্তি হতে পারেন নি, তারা চাইলে কিন্তু ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন। এখন কথা হচ্ছে ডিগ্রি প্রাইভেট কোর্স কি, এই সম্পর্কে অনেকে কিছুই জানেন না, তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আপনি এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারবেন ডিগ্রি প্রাইভেট কোর্সের আদ্যোপান্ত সকল বিষয়সমূহ।
ডিগ্রি প্রাইভেট কোর্স কি :
অনেকে মনে করে ডিগ্রির সাথে প্রাইভেট লেখা মানে প্রাইভেট ভার্সিটির অধীনে ডিগ্রি কোর্স করতে হয়। আসলে ব্যাপারটা তা কিন্তু নয়। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু নির্দিষ্ট সরকারি/বেসরকারি কলেজে ৩ বছর মেয়াদি একটা কোর্স। যেখানে যারা নিয়মিত ভাবে ভর্তি হতে পারে না তারা এখানে ভর্তি হয়ে পড়ালেখা সম্পন্ন করতে পারে।
নিয়মিত ও প্রাইভেট ডিগ্রির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, নিচে তা তুলে ধরা হলো :
★ ডিগ্রিতে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের ক্লাস করার ব্যবস্থা আছে অপরদিকে যারা প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হবে তাদের কোনপ্রকার ক্লাস করার ব্যবস্থা নেই।
★ নিয়মিত ডিগ্রিতে ভর্তির জন্য SSC ও HSC পাসের সাল উল্লেখ থাকে যা প্রাইভেট ডিগ্রির ক্ষেত্রে থাকে না। যদি আপনি দেখেন নিয়মিত ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আপনার SSC ও HSC সাল নেই তাহলে আপনি প্রাইভেট ডিগ্রি নিয়ে পড়তে পারবেন।
★ নিয়মিত ডিগ্রিতে বিজ্ঞান কোর্স থাকলেও প্রাইভেট ডিগ্রিতে তা নেই। তাছাড়া সকল কোর্স আছে।
★ নিয়মিত ডিগ্রি সব কলেজ থেকে করা যায় কিন্তু প্রাইভেট ডিগ্রি সব কলেজে থাকে না। (নির্ধারিত কিছু কলেজ থেকে প্রাইভেট ডিগ্রি কোর্স করা যায়)। যখন সার্কুলার দেওয়া হয়, তখন উক্ত সার্কুলারে কলেজের নাম দেওয়া লিখা থাকে।
নিয়মিত ও প্রাইভেট ডিগ্রির মধ্যে পার্থক্য ছাড়াও যেসব মিল আছে তা হলো :
★ দু’টা কোর্সই তিন বছর মেয়াদী এবং বিষয়সমূহ এক।
★ দু’টার ফরম ফিলাপ ও পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হয় এবং রেজাল্টও এক সাথেই দেওয়া হয়।
-------------------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন।
[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।