যেসকল শিক্ষার্থী ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু ডিগ্রি প্রাইভেট কোর্সে কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার যোগ্যতা কি, কোন কলেজগুলাতে প্রাইভেট কোর্স করানো হয় তার কিছুই জানা নেই তাদের জন্যে আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বিস্তারিত সকল তথ্য শেয়ার করতে যাচ্ছি। যার মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে ডিগ্রি প্রাইভেট কোর্সের আবেদন করে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তির আবেদন করার যোগ্যতা :
প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ডিগ্রী প্রাইভেট কোর্সে আবেদন শুরু হয়ে থাকে। মূলত যারা লম্বা সময় পড়ালেখা থেকে বিরত থাকে তাদের জন্যে এই ডিগ্রি প্রাইভেট কোর্স। এবছর (২০২৩-২৪) যারা ডিগ্রিতে আবেদন করতে পারবে তারা হলো ২০২১ সাল বা তৎপূর্বে এইচএসসি পাস করেছে এবং যাদের জিপিএ ৪র্থ বিষয়সহ নূন্যতম ২.০০ পয়েন্ট। যা হতে হবে বাংলাদেশ স্বীকৃত যেকোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। (বিস্তারিত নোটিশে)
ডিগ্রী প্রাইভেট | সময় |
---|---|
আবেদন শুরু | ২০ ডিসেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ০৯ জানু ২০২৪ |
আবেদন লিংক | https://www.admission.nu.edu.bd |
কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় | ১১ জানু ২০২৪ |
এইচএসসি নূন্যতম পয়েন্ট | ৪র্থ বিষয়সহ ২.০০ পয়েন্ট |
ডিগ্রী প্রাইভেট অনলাইনে আবেদন করার নিয়ম :
ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ডিগ্রি প্রাইভেট কোর্সের আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল। তাই মনোযোগ সহকারে প্রত্যেকটি ধাপ অনুসরণ করুন। আশা করি নিজেই ঘরে বসে আবেদন করে নিতে পারবেন।
ধাপ - ০১ : প্রথমে যেকোন ব্রাউজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.nu.edu.bd চলে আসুন অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে করুন।
ধাপ - ০২ : ওয়েবসাইটে আসার পর উপরের দিকে থাকা Degree Pass অপশনটিতে ক্লিক করুন। তারপর বাম দিক থেকে Blank Data Entry From অপশনটিতে ক্লিক করুন।
ধাপ - ০৩ : Blank Data Entry From অপশনটিতে ক্লিক করার পর, এখানে আপনি আপনার ব্যক্তিগত, এসএসসি ও এইচএসসি সকল ডকুমেন্ট দিয়ে দিন। সকল তথ্য সঠিক ভাবে দেওয়ার পর Preview অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : Preview অপশনে ক্লিক করার পর সকল তথ্যগুলা দেখতে পাবেন। সবগুলা তথ্য ঠিকঠাক থাকলে Save Application অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৫ : save application অপশনে ক্লিক করার পর, আবারও ওয়েবসাইটের মূল পেজে চলে আসুন। এখান থেকে Apply Now (Degree Private) অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৬ : Apply Now (Degree Private) অপশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার এসএসসি ও এইচএসসির রোল, রেজিঃ ও বোর্ড সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৭ : এখানে আপনি আপনার এসএসসি ও এইচএসসির সকল তথ্য দেখতে পারবেন। এখান থেকে Next অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৮ : এখন এখান থেকে বিভাগ, জেলা ও কলেজের সিলেক্ট করে আপনি যে গ্রুপে ভর্তি হতে চাচ্ছেন তা সিলেক্ট করুন (গ্রুপগুলা হচ্ছে - বিএ, বিবিএস, বিএসএস)। তারপর Next অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৯ : এখান থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করুন। (অবশ্যই Height 150 px ও Width 120px হতে হবে এবং ছবির সাইজ হতে হবে 50kb’র নিচে।) ছবি আপলোড হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বার ও ই-মেইলটি দিয়ে দিন। তারপর Preview Application অপশনে ক্লিক করুন।
ধাপ - ১০ : Preview Application অপশনে ক্লিক করার পর সকল তথ্য দেখতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে Submit Application অপশনে ক্লিক করুন। আবেদন সম্পন্ন হলে মূল কপিটি’র পিডিএফ Download করে নিন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে ঘরে বসে, আপনি আপনার ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তি আবেদন করে নিতে পারবেন। ডিগ্রি সম্পর্কিত যেকোন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।
-------------------------------------
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।