ডিগ্রিতে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। Nu Degree Board Challenge - National University

ডিগ্রি যেকোন বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন এবং অনেকে তাদের আশানুরূপ রেজাল্ট পায় নি, যার জন্যে তাদের অনেকেই ফলাফল নিয়ে অসন্তুষ্ট। যেসকল শিক্ষার্থীরা ফলাফল সম্পর্কে অসন্তুষ্ট তারা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করার কথা ভাবছে। কিন্তু কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তা না জানার কারণে করতে পারে না। যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়মটি জানেন না তাদের জন্য এই আর্টিকেলটি বেশ গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডিগ্রি বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।

ডিগ্রিতে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম National University

ডিগ্রি বোর্ড চ্যালেঞ্জ করার গুরুত্বপূর্ণ তথ্য :

মনে রাখবেন, অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ সকল কাজগুলো করতে হবে শিক্ষার্থীদের। প্রতি বিষয়ের জন্য পাঁচশত টাকা করে খরচ পড়বে বোর্ড চ্যালেঞ্জের জন্য। (ভুলেও প্রতারণার শিকার হবেন না, অনেকে রেজাল্ট পরিবর্তন করার কথা বলে টাকা হাতিয়ে নিবে, তাই সাবধান)। মনে রাখবেন, রেজাল্ট দেওয়ার সাথে সাথে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না, রেজাল্ট এর কিছুদিন পর আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, তার আগে নয়।



ডিগ্রি ১ম বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

ধাপ - ০১ : বোর্ড চ্যালেঞ্জ করতে প্রথমে এখান থেকে সরাসরি রেজাল্ট পুনঃনিরীক্ষণ এই লিংকে ক্লিক করে নিচের ওয়েবসাইটে চলে আসুন। 


ধাপ - ০২ : এখান থেকে আপনি যে বর্ষের বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করবেন উক্ত বর্ষটি সিলেক্ট করুন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিন। তারপর Search অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৩ : Search অপশনে ক্লিক করার পর আপনি এখানে আপনার সকল তথ্যগুলো সামনে দেখতে পাবেন। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন এবং কোন বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করবেন সে বিষয়টি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রতিটি বিষয়ের উপর ৫০০ টাকা করে বোর্ড চ্যালেঞ্জের জন্য ধার্য করা হবে। আপনার প্রয়োজনীয় বিষয় সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন। 

ধাপ - ০৪ : Submit বাটনে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট করার অপশন আসবে। এখানে আপনি ২ভাবে বোর্ড চ্যালেঞ্জ এর টাকা জমা করতে পারবেন। একটি হলো অফলাইনে ও অপরটি হচ্ছে অনলাইনে।

অফলাইন : অফলাইনে পেমেন্ট করার জন্যে প্রথমে থাকা পে-স্লিপটি ডাউনলোড করুন,  পে-স্লিপ ডাউনলোড হয়ে গেলে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে সেটা সোনালী ব্যাংকে গিয়ে টাকাটি জমা দিয়ে আসুন। টাকা জমা দিলে আবেদনটি সম্পন্ন হবে।



অনলাইন : আর যদি ঘরে বসে অনলাইনে মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চান তাহলে, Online Payment অপশনে ক্লিক করে বিকাশ,নগদ বা রকেট থেকে পেমেন্ট করে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন। টাকা কেটে নিলে বুজতে পারবেন, আপনার বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন হয়েছে।

তবে মনে রাখবেন, বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনি কোন ডকুমেন্ট হাতে পাবেন না। অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে। টাকা জমা দিলে বা কেটে নিলে আপনার বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন হয়ে যায়। তারপর উক্ত বোর্ড চ্যালেঞ্জ করা রেজাল্ট কখন দেওয়া হবে, তা সুস্পষ্ট ভাবে বলা মুশকিল। তাই আপনাকে অপেক্ষা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের জন্যে।



ধাপ - ০৫ : আপনার পেমেন্টটি সফল হয়েছে কিনা তা যাচাই করতে পেমেন্ট চেক অপশন এখানে ক্লিক করুন। তারপর এখানে NU TransID/Bank ref no/Roll no/Reg no যেকোন একটি দিয়ে Find অপশনে ক্লিক করুন।


আশা করি বুজতে পারছেন, উপরোক্ত পদ্ধতির আলোকে খুব সহজে আপনি আপনার খারাপ রেজাল্ট এর জন্যে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে Degree Service Zone এর অন্য কোনো আর্টিকেলে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের আর্টিকেলগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন আর্টিকেল পেতে Degree Service Zone এর সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ