যারা ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সকল তালিকা জানতে পারেন নি, তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ডিগ্রি ১ম বর্ষ বিবিএস গ্রুপের সকল বইয়ের তালিকা শেয়ার করতে যাচ্ছি। তাই সবকটি বিষয়ের নাম এখনি জেনে নিন, আর নিজের কাছে নোট করে রাখুন।
ডিগ্রি ১ম বর্ষ বিবিএস বিভাগের জন্য রয়েছে একটি আবশ্যিক বিষয়, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া ১ম বর্ষে এই বিভাগের জন্য আলাদা আলাদা তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ( এটা নির্ভর করে শিক্ষার্থীর পছন্দের উপর)। আপনি আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন সেই তিনটিই হবে আপনার ঐচ্ছিক বিষয়। মনে রাখবেন, ১ম বর্ষে প্রতিটি বিষয়ের ১ম পত্র ও ২য় পত্র করে মোট ৬ টি বিষয় এবং আবশ্যিক বিষয় সহ মোট ৭ টি বই পড়তে হবে।
ডিগ্রি বিবিএস ১ম বর্ষের বই এর তালিকা
ডিগ্রি বিবিএস (BBS) ১ম বর্ষের বইয়ের তালিকা (1st Year) | ||
---|---|---|
Sub Code | Paper | Sub Title |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (প্রথম বর্ষ) | ||
211501 | Main | History of the Emergence of independent bangladesh |
হিসাববিজ্ঞান (প্রথম বর্ষ) | ||
112501 | P-I | Principles of Accounting |
112503 | P-II | Auditing |
ব্যবস্থাপনা (প্রথম বর্ষ) | ||
112601 | P-I | Introduction to Business |
112603 | P-II | Fundamentals of Management |
মার্কেটিং (প্রথম বর্ষ) |
||
112301 | P-I | Principles of Marketing |
112303 | P-II | Export-Import Management |
অর্থনীতি (প্রথম বর্ষ) | ||
112201 | P-I | Micro Economics |
112203 | P-II | Bangldesh Economy |
ফিন্যান্স ও ব্যাংকিং (প্রথম বর্ষ) | ||
112401 | P-I | Principles of Finance |
112403 | P-II | Law and Practices of Bangking and Insurance |
----------------------------------------------------
0 মন্তব্যসমূহ
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।